FIFA World Cup 2022: ক্রোটদের বিরুদ্ধে বিশেষ প্রস্তুতি মেসিদের? আর্জেন্তিনার অনুশীলের ভিডিয়ো ফাঁস

আর্জেন্তিনা এবং ক্রোয়েশিয়া এই নিয়ে তৃতীয় বার বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে। তবে নকআউট পর্বে তারা এই প্রথম বার মুখোমুখি হবে। রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়া ৩-০ হারিয়েছিল মেসিদের। তার আগে ১৯৯৮ সালে আর্জেন্তিনা ১-০ জিতেছিল।

শেষ বারের মতো ফিফা বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। এ বারের বিশ্বকাপ থেকে আর্জেন্তিনা ছিটকে গেলেই, মেসিরও বিশ্বকাপ অভিযান একেবারেই শেষ হয়ে যাবে। কারণ মেসি আগেই জানিয়ে দিয়েছেন, তাঁর এটি শেষ বিশ্বকাপ।

মঙ্গলবার ভারতীয় সময়ে রাত সাড়ে ১২টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্তিনা। এই বছর ট্রফি জয়ের অন্যতম ফেভারিট হিসেবে মানা হচ্ছে আর্জেন্তিনাকে। তারা কোয়ার্টার ফাইনালে নাটকীয় ম্যাচে নেদারল্যান্ডসকে শেষ পর্যন্ত টাইব্রেকারে হারিয়ে সেমিতে উঠেছে।

সেই ম্যাচে মেসি নিজে পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি মোলিনাকে দিয়ে গোল করিয়েছেন। দুরন্ত ছন্দে ছিলেন আর্জেন্তাইন অধিনায়ক। তবে আর্জেন্তিনা ২-০ এগিয়ে যাওয়ার পরেও, ডাচেরা ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করে শেষ মুহূর্তে ২-২ করে খেলা অতিরিক্ত সময়ে নিয়ে যায়। এবং অতিরিক্ত সময়েও খেলার ফল অমিমাংসিত থাকার পর, আর্জেন্তিনা টাইব্রেকারে ৪-৩ ম্যাচ পকেটে পুড়ে ফেলে।

আর্জেন্তিনা এবং ক্রোয়েশিয়া এই নিয়ে তৃতীয় বার বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে। তবে নকআউট পর্বে তারা এই প্রথম বার মুখোমুখি হবে। রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়া ৩-০ হারিয়েছিল মেসিদের। তার আগে ১৯৯৮ সালে আর্জেন্তিনা ১-০ জিতেছিল। এদিকে, দক্ষিণ আমেরিকান দলটি ষষ্ঠ বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠতে চাইবে। এই ক্ষেত্রে ক্রোটদের চেয়ে এগিয়ে একমাত্র জার্মানি। তারা মোট অষ্টম বার ফাইনালে উঠেছে।

এ দিকে আর্জেন্তিনা কখনও সেমিফাইনাল থেকে বাদ পড়েনি। তারা এর আগে ২০১৪ সালে সেমিফাইনালে নেদারল্যান্ডসকেই পরাজিত করেছিল। তবে ফাইনালে জার্মানির কাছে হেরে রানার্স হয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়।

আর্জেন্তিনা সেমিতে খেলতে নামার আগে, মেসি এবং এমিলিয়ানো মার্টিনেজদের প্রস্তুতির এরটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যা রীতিমতো ভাইরাল হয়েছে।

https://www.instagram.com/reel/CmCXyF-BUf1/embed/captioned/?cr=1&v=14&wp=508&rd=https%3A%2F%2Fbangla.hindustantimes.com&rp=%2Fsports%2Ffootball%2Ffifa-world-cup-2022-ahead-of-the-argentina-vs-croatia-semi-final-lionel-messi-and-co-participated-in-an-intense-training-session-31670932533825.html#%7B%22ci%22%3A0%2C%22os%22%3A6604.5%7D

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনিও উল্লেখ করেছেন যে, তাঁর দল ক্রোয়েশিয়া এবং তাদের দুর্বলতা নিয়ে বিশ্লেষণ করেছে। তাঁর দাবি, ‘ক্রোয়েশিয়া অনেক জাতীয় দলকে সমস্যায় ফেলেছে। আমি মূল খেলোয়াড় বা তাদের শক্তি এবং দুর্বলতার কথা বলব না, তবে আমরা বিশ্লেষণ করেছি যে আমরা কোথায় ওদের রুখতে পারি। কখনও কখনও এটি কার্যকর হয়, কখনও কখনও আবার হয় না।’

তিনি আরও যোগ করেছেন, ‘আমরা পিচে সব কিছু দেওয়ার চেষ্টা করছি। কখনও কখনও ভাগ্য আপনার পক্ষে থাকতে পারে। আমরা যদি ভালো পারফরম্যান্স করি, তবে আমাদের লক্ষ্যে পৌঁছানোর রাস্তা আরও সহজ হবে। তবে এটি ফুটবল, একটি খেলা, তাই কখনও কখনও সেরা দল জিততে পারে না।’

স্কালোনি আরও জানিয়ে দিয়েছেন যে, তিনি সেমিফাইনালের জন্য তার কৌশল পাল্টাবেন না। তিনি বলেছেন, ‘আমাদের নিজস্ব কৌশল রয়েছে। খেলার স্টাইল রয়েছে। কিছু সময় বিপক্ষ কেমন খেলছে তার উপরেও আমাদের খেলা নির্ভর করে। তবে আগের কৌশল আমরা পাল্টাব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.