কৃষি ক্ষেত্রে উন্নতির লক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত যাত্রা নামে এক বিশেষ প্রকল্পের উদ্যোগ গ্ৰহণ করেছেন। আজ সেই বিকশিত যাত্রার ২৫ তম দিন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশের কৃষকদের বিভিন্ন রকম সুযোগ-সুবিধা প্রদান ও তাদের কৃষি ক্ষেত্রে উজ্জীবিত করা। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যসহ পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় জেলায় এই কর্মসূচি পালন করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
আজ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার ছাড়াও শালতোড়া ও ছাতনার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি এবং সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের উপস্থিতিতে গঙ্গাজলঘাঁটি ব্লকের বন-আশুড়িয়াতে বিকশিত ভারত যাত্রার ২৫তম দিনে কৃষকদের সাথে ভার্চুয়ালি মুখোমুখি হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই শিবিরে উপস্থিত কৃষকদের কেন্দ্রীয় সরকার কর্তৃক সুযোগ-সুবিধার বিষয়গুলি তুলে ধরে কৃষকদের উজ্জীবিত করলেন। বৈদ্যুতিন মাধমে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এক ঝলকের জন্য কাছে পেয়ে এবং কথা বলতে পেরে বেজায় খুশি প্রান্তিক কৃষকরা।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, প্রধানমন্ত্রী দেশের যুব, নারী, গরিব ও কৃষক এই ৪টি জাতিকে বেছে নিয়েছেন। এদিন কৃষকদের মুখোমুখি হলেন তিনি। কেন্দ্রীয় সরকার কর্তৃক কৃষকদের যে সকল প্রকল্পের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে তা পেয়ে কৃষকরা কতটা লাভবান হচ্ছে এবং এই প্রকল্পে কী কী সুযোগ সুবিধা রয়েছে তা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দিতে এবং তা ঘরে ঘরে ছড়িয়ে দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। সব মিলিয়ে কৃষকরা উজ্জীবিত হবে এটাই প্রধানমন্ত্রীর আশা।