প্রিয় ফার্মহাউসেই চিরনিদ্রায় এসপি বালাসুব্রহ্মণ্যম, গান স্যালুটে জানানো হল বিদায়

চেন্নাই শহরের একটু বাইরে গেলেই তামরাইপাক্কম গ্রাম। সেখানেই এসপি বালাসুব্রহ্মণ্যমের প্রিয় ফার্মহাউস। শনিবার পৌঁছাল কফিন বন্দি দেহ। করোনার (CoronaVirus) ভ্রুকুটি উপেক্ষা করেই উপস্থিত হয়েছিলেন অনুরাগীরা। তারকা বলতে ছিলেন শুধুমাত্র বিজয় (Vijay)। সকলের উপস্থিতিতেই শেষকৃত্য সম্পন্ন করলেন ছেলে এসপিবি চরণ। গান স্যালুটে বিদায় জানানো হল কিংবদন্তি সংগীতশিল্পী তথা অভিনেতাকে।

শুধু দাক্ষিণাত্য নয় সারা ভারতবর্ষকে নিজের গানের সুরে মুগ্ধ করেছেন এস পি বালাসুব্রহ্মণ্যম (SP Balasubrahmanyam)। রজনীকান্ত (Rajinikanth), কমল হাসানদের পাশাপাশি শোক প্রকাশ করেছেন এ আর রহমান, সলমন খানের (Salman Khan) মতো বলিউড তারকারাও। কারও কাছে ছিলেন এসপিবি, কারও কাছে আবার বালু স্যার। পাঁচ দশকের সংগীত জীবনে সারা ভারতের শ্রোতাদের মুগ্ধ করেছেন ‘রোজা’, ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘ক্রিমিনাল’-এর মতো সিনেমার গানে। দক্ষিণী সিনেমার তার থেকে অনেক বেশি গান গেয়েছেন বালাসুব্রমহ্মণ্যম। একাধিক সিনেমায় অভিনয় করেছেন।

সিনেমা-গানের জগতের বাইরেও হাসিখুশি মানুষটা সকলের প্রিয় ছিলেন ৫ আগস্ট যখন করোনা (COVID-19) আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন তখনও হাসিমুখে অনুরাগীদের আশ্বস্ত করেছিলেন। চিন্তা করতে বারণ করেছিলেন। কিন্তু আচমকাই কিংবদন্তি শিল্পীর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। ৭ সেপ্টেম্বর করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পরও ভেন্টিলেশনে রাখতে হয়েছিল তাঁকে। বৃহস্পতিবার পরিস্থিতি আরও খারাপ হয়। সর্বোচ্চ ভেন্টিলেশনে রাখতে হয় এস পি বি’কে। শুক্রবার তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসে। শেষকৃত্যে উপস্থিত না থাকতে পারলেও সিনেমার সেটে ‘বালু’ স্যারকে শুভেচ্ছা জানান তাপসী পান্নু (Tapsee Pannu), রাধিকা, বিজয় সেতুপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.