হাওড়া আমতার যুবনেতা আনিস খানের মৃত্যুকে ঘিরে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। তারই মধ্যে আমতার আরও এক যুবক খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ উঠল। ফের কাঠগড়ায় আমতা থানার পুলিশ। এই অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই যুবকের পরিবার। মৃত যুবকের নাম মেহেরাব আলী (৩১)। গত ২৩ ফেব্রুয়ারি তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার পরিবারের লোকেরা।
পরিবারের সদস্যের অভিযোগ, তৃণমূল কর্মীরা তাকে খুন করেছে। উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ওই যুবকের। পরিবারের সদস্যরা দাবি করছেন, তৃণমূলের লোকেরা জোর করে তাকে তুলে নিয়ে গিয়ে একটি বাড়ির ছাদে বোম বাঁধার কাজে লাগায়। সেই সময় বিস্ফোরণ ঘটে তার মৃত্যু হয়। এই ঘটনাকে খুন বলেই দাবি করছে যুবকের পরিবার।ট্রেন্ডিং স্টোরিজ
প্রসঙ্গত, আনিস খান হত্যায় নাম জড়ানোর ফলে ইতিমধ্যেই অস্বস্তিতে আমতা থানার পুলিশ। তারই মধ্যে নতুন করে আরও এক যুবককে খুনের ঘটনায় তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠায় আরও অস্বস্তিতে আমতা থানার পুলিশ। পরিবারের সদস্যদের অভিযোগ পুলিশ এই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ঘটনার এক সপ্তাহের বেশি সময় কেটে যাওয়ার পরেও এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এরফলে পুলিশের ওপর তাদের ভরসা নেই। এই ঘটনায় অবিলম্বে সিবিআই তদন্ত প্রয়োজন বলে দাবি করেছেন মহেরাবের পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত, আনিস খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলেও প্রথমে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পরে বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠলে এই ঘটনায় আমতা থানার দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করে সিট। যদিও তারা নিজেদের নির্দোষ বলে দাবি করে ওসিকে ঘটনার জন্য দায়ী করেছেন। তার পরেও ওসির বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ায় সিটের তদন্তে আস্থা রাখতে পারছেন না আনিসের পরিবার।