আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির প্রধানের ‘যোগসূত্র’ উল্লেখ করে রিপোর্ট প্রকাশ করেছে আমেরিকার বেসরকারি সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। এই নিয়ে রাজনৈতিক চাপানউতর যখন তুঙ্গে, তখন একটি বিবৃতি প্রকাশ করে হিন্ডেনবার্গকে পাল্টা আক্রমণ করল শিল্পপতি গৌতম আদানির সংস্থা।
রবিবার বেলায় শিল্পগোষ্ঠীটির এক জন মুখপাত্র বিবৃতি দিয়ে দাবি করেন যে, জনসমক্ষে প্রকাশিত তথ্যের কিছু মিথ্যা, ক্ষতিকর এবং বিদ্বেষমূলক অংশ নিয়ে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ব্যক্তিগত লাভের জন্য পূর্বনির্ধারিত সিদ্ধান্তে আসা হয়েছে বলেও দাবি করা হয়েছে আদানি গোষ্ঠীর তরফে প্রকাশিত বিবৃতিতে। এর পাশাপাশি হিন্ডেনবার্গকে আক্রমণ করে সেখানে মনে করিয়ে দেওয়া হয়েছে যে, আমেরিকার এই সংস্থাটির বিরুদ্ধে একাধিক বার ভারতের আইন ভাঙার অভিযোগ উঠেছে।