ময়নাগুড়িতে রেল দুর্ঘটনার রেশ ফুরোয়নি এখনও। এবার বড়সর বিপত্তির মুখে ফলকনুমা এক্সপ্রেস। রেল ও স্থানীয় সূত্রে খবর, শনিবার সেকেন্দ্রাবাদ থেকে হাওড়ার দিকে যাচ্ছিল ফলকনুমা এক্সপ্রেস। সেই সময় বেলদার কাছে আচমকাই শেষের দিকের তিনটি বগি, অর্থাৎ দুটি জেনারেল ও একটি এসি বগি বাকি ট্রেনের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বাকি ট্রেনটি ইঞ্জিন সহ চলতে থাকে।
ট্রেনের বিচ্ছিন্ন অংশটি ওখানেই দাঁড়িয়ে পড়ে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। তবে ট্রেনের বাকি অংশটি প্রায় ১ কিলোমিটার এভাবেই চলে যায়। পরে এমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটিকে দাঁড় করানো হয়। এরপর ইঞ্জিনিয়াররা দ্রুত ঘটনাস্থলে আসে। প্রায় ৪৫ মিনিট ধরে ট্রেনটি ওই জায়গাতেই দাঁড়িয়েছিল। পরে ইঞ্জিনিয়াররা বিচ্ছিন্ন হওয়া বগিগুলিকে মূল ট্রেনের সঙ্গে যুক্ত করেন। কিন্তু কীভাবে এই ঘটনা হয়েছে তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। কারিগরি ত্রুটি নাকি যথার্থ নজরদারির অভাবে এই কাণ্ড ঘটে। তবে দীর্ঘক্ষণ পরে ট্রেনটি ফের হাওড়ার দিকে রওনা দেয়। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ফলকনুমা এক্সপ্রেস। ট্রেনের এক গার্ড বলেন, সেকেন্দ্রেবাদ থেকে হাওড়া যাচ্ছিল। কাপলিং খুলে গিয়েছিল। এখন আর কোনও সমস্যা নেই। এদিকে এই ঘটনায় আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।