নৃশংস হত্যার ঘটনায় উত্তেজনা ছড়াল বিহারে। বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন গোপালগঞ্জ জেলার বাসিন্দা স্থানীয় শিব মন্দিরের এক পুরোহিত। শনিবার তার গুলিবিদ্ধ ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে। চোখ উপড়ানো, পুরুষাঙ্গ কাটা পুরোহিতের দেহ মিলতেই, দেহ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েছে পুলিশ কর্মীরা। জনতার সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ কর্মী আহত হয়েছেন বলেও খবর।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম মনোজ কুমার। তিনি দানাপুর গ্রামের শিব মন্দিরের পুরোহিত ছিলেন। এছাড়াও মনোজ বিজেপি নেতা অশোক কুমার শাহের ভাই। গত ৬ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। বাড়ি থেকে মন্দিরে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়েছিল। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছিল পুলিশ। শনিবার গ্রামের একটি জঙ্গল থেকে মনোজের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহের চোখ উপড়নো, পুরুষাঙ্গ কাটা দেহ মিলতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
স্থানীয়দের দাবি, পুলিশের তদন্তে গাফিলতির কারণে পুরোহিতের মৃত্যু হয়েছে। দেহ উদ্ধার করতে গেলে স্থানীয়রা পুলিশ কর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ। পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে দাবি পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি ছোড়ে পুলিশ।
মৃত পুরোহিতের আরেক ভাই সুরেশ শাহ বলেন, আমরা ভেবেছিলাম ভাই ফিরে আসবে। কিন্তু ছয় দিন পর তার দেহ উদ্ধার হয়েছে। আমরা জানি না কেন ওকে হত্যা করা হলো? এসিডিপিও প্রাঞ্জল জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। খুনের তদন্ত শুরু হয়েছে।