শহরের রাস্তায় গায়ে আগুন দিলেন এক মহিলা! শেষপর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল তাঁর। কেন? মৃত্যুকালীন জবানবন্দিতে উঠে এল চাঞ্চল্য়কর তথ্য। মৃতের পরিচয় অবশ্য জানা যায়নি এখনও। ঘটনাস্থল, হরিদেবপুর।
পুলিস সূত্রে খবর, ঘড়িতে তখন ৮টা। গতকাল, সোমবার রাতে ১০০ ডায়াল করে লালবাজারে জানানো হয়, হরিদেবপুরের ব্যানার্জিপাড়ার একটি গলিতে এক মহিলা গায়ে আগুন দিয়েছেন! খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিস।
এদিকে ততক্ষণে আগুন পুড়ে গিয়েছে শরীরের অনেকটাই। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর হাসপাতালে। চিকিৎসাও শুরু হয়। কিন্তু বাঁচানো যায়নি তাঁকে। ঘটনাস্থল থেকে কেরোসিনে বোতল, দেশলাই বাক্স ও পোড়া দেশলাই কাঠি উদ্ধার করেছে পুলিস।
হাসপাতালে ওই মহিলার বয়ান রেকর্ড করা হয়। মৃত্যুকালীন জবানবন্দিতে তিনি জানান, তাঁর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন সুবীর বিশ্বাস নামে এক ব্যক্তি। প্রতিবাদ জানাতেই গায়ে আগুন লাগিয়ে হরিদেবপুরে সুবীরের বাড়িতে গিয়েছিলেন তিনি।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত মহিলা বিধবা। বাড়ি, ভবানীপুরে। অন্য়দিকে সুবীর বিবাহিত। তবে স্ত্রীর সঙ্গে থাকতেন না তিনি। হরিদেবপুরের ওই বাড়িতে আলাদা থাকতেন। পুলিসের অনুমান, ওই মহিলার সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্ক ছিল সুবীরের। কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন ওই মহিলা। সেকারণেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি। আত্মহত্যায় প্ররোচনায় দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিস। অভিযুক্ত পলাতক।