কৌশানি নামক অভিনেত্রী কাম কৃষ্ণনগরের বিধানসভার শাসক দলের প্রার্থী প্রচারে বেরিয়ে ডিরেক্ট তাপস পাল লাইট হয়ে বলছে
“ঘরে সবার কিন্তু মা-বোন আছে..”
বিপক্ষ দলকে ভোট দিলে মা বোনের সুরক্ষা থাকবেনা।
তাই ভোটটা ‘ভেবে দিবি’
এবার কৌশানী নিয়ে এলিট শ্রেণীর মানুষজনের খুব এক্টটা হেলদোল নেই। এখন তাঁহারা অসুরক্ষিত বোধ করছেন না। কিন্তু এই কৌশানীকেই সাজিয়ে গুছিয়ে এবিপি আনন্দের স্টুডিওতে বসিয়ে দিলে এবং তাকে যদি প্রশ্নটা করা যেতো…
“আপনি এবং রেপ থ্রেট তো সমার্থক…
কি করে একটি মেয়ে হয়ে এবং বর্তমান শাসক দলের প্রার্থী হয়ে প্রচারে বেরিয়ে এরকম বলেন?
কোথা থেকে ট্রেনিং নিয়েছিলেন? , স্পেশাল কোর্স করা আছে হুমকি দেওয়ার ?”
তাহলে বাঙালি ‘অস্মিতা’ আবার প্রশ্নের মুখে পড়ে যাবে….
বেসিকালি কলকাতার এলিট সমাজ এবং টিভিতে মুখ দেখানো পরিচিত মুখ ছাড়া গোটা বাংলায় ‘মেয়েদের ‘
সুরক্ষা নিয়ে একটি কথাও বাংলা এবং বাঙালি কালচারের ঠেকা নিয়ে বসে থাকা ‘লিবারেল’, ‘অতি শিক্ষিত’, ‘আর্বান’ মানুষেরা খর্চা করেননা।
(বুদ্ধিজীবি কথাটা আর নাইবা ব্যবহার করলাম) 🤗
প্রত্যুষা