প্রিমিয়র লিগের হাই-ভোল্টেজ ম্যাচে লিগ টপার চেলসিকে তাদের ঘরের মাঠে আটকে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। যদিও একসময় জেডন স্যাঞ্চোর প্রথম প্রিমিয়র লিগ গোলের সুবাদে ম্যাচে লিড নিয়েছিল ম্যান ইউ। তবে শেষমেশ চেলসিকে পেনাল্টি উপহার দিয়ে জয়ের সুযোগ হাতছাড়া করে ম্যাঞ্চেস্টার। পরিবর্ত হিসেবে মাঠে নেমে দলকে জেতাতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ শেষমেশ ১-১ গোলে ড্র হয়।
স্যাঞ্চে-রাশফোর্ড-ফার্নান্ডেজকে দিয়ে ম্যাচ শুরু করালেও ম্যাঞ্চেস্টার এদিন প্রথম একাদশে জায়গা করে দেওয়ার বদলে রোনাল্ডোকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখে দীর্ঘক্ষণ। শেষ পর্যন্ত ম্যাচের ৬৪ মিনিটের মাথায় মাঠে নামার সুযোগ পান সিআর সেভেন। স্যাঞ্চোর বদলে যখন মাঠে নামেন পর্তুগিজ তারকা, তখন ১-০ গোলে এগিয়ে ম্যান ইউ।ট্রেন্ডিং স্টোরিজ
ম্যাচের প্রথমার্ধে উভয় দলই গোলের একাধিক সুযোগ তৈরি করে। তবে প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি কেউই। ৩১ মিনিটের মাথায় রুডিগারের শট পোস্টে লেগে প্রতিহত না হলে চেলসি প্রথমার্ধেই ম্যাচে লিড নিতে পারত। তা না হওয়ায় প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় ম্যান ইউ। ৫০ মিনিটের মাথায় জোরগিনহোর ভুলের সুযোগ নিয়ে স্যাঞ্চো প্রিমিয়র লিগে নিজের প্রথম গোল করেন। ম্যাঞ্চেস্টার ১-০ গোলে এগিয়ে যায়। ৬৭ মিনিটে অ্যারন ওয়ান নিজেদের বক্সে ফাউল করে বসেন সিলভাকে। ফলে পেনাল্টি পেয়ে যায় চেলসি। ৬৯ মিনিটে স্পট-কিক থেকে গোল করে চেলসিকে ১-১ সমতায় ফেরান জোরগিনহো। ম্যাচের বাকি সময়ে আর কোনও গোল না হওয়ায় দু’দল ১ পয়েন্ট করে ভাগ করে নেয়।
জিততে না পারলেও লিগ টেবিলের শীর্ষস্থান খোয়াতে হয়নি চেলসিকে। তারা ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে এক নম্বরেই থেকে যায়। দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির সংগ্রহ ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট। ম্যান ইউ ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১০ থেকে ৮ নম্বরে উঠে আসে।