1/5কমানো হল স্বেচ্ছাবসরের বয়স। সেই সঙ্গে অবসরকালীন টাকার পরিমাণও বাড়ানো হল। ফলে কার্যত, সিনিয়র কর্মীদের স্বেচ্ছাবসর নিতে উত্সাহ প্রদান Tata অধীনস্থ Air India-র।
2/5এপ্রিল মাস থেকেই, চেয়ারম্যান এন চন্দ্রশেখরন শীর্ষ ম্যানেজমেন্টের পুনর্গঠন করেছেন।
3/5বুধবার এয়ার ইন্ডিয়া স্বেচ্ছাবসরের ন্যূনতম বয়স ৫৫ থেকে কমিয়ে ৪০ করেছে। সেই সঙ্গে অবসরকালীন নগদ ইনসেন্টিভের ঘোষণা করেছে।
4/5যে কর্মীরা ১ জুন থেকে ৩০ জুনের মধ্যে স্বেচ্ছাবসরের জন্য আবেদন করবেন, তাঁরা এক্স-গ্রেশিয়ার অঙ্কের উপরেও অতিরিক্ত ইনসেন্টিভ পাবেন।
5/5টাটা গ্রুপ গত বছরের ৮ অক্টোবর এয়ার ইন্ডিয়ার বিড জেতে। চলতি বছর ২৭ জানুয়ারি সরকারি সংস্থার অধিগ্রহণ করে টাটা গোষ্ঠী।