হাতির হানায় মৃত এক। হাতি আর মানুষের সহবস্থান এবং সংঘাত ক্রমশই বারছে। জেলার কোথাও দেখা যাচ্ছে হাতি পুকুরে সকালে মুখ ধুচ্ছে। তো কোথাও ধান ক্ষেতে নেমে পড়ছে। সকালে ঘুম থেকে উঠে লোকে কাজে বেরতে যাওয়ার মুখে বন দফতরের মাইকিং, বাাড়ির বাইরে বেরবেন না। সাবধানে চলা ফেরা করুন। গ্রামের পাশেই হাতি ঘুরে বেরাচ্ছে।
হাতিতে নাজেহাল ঝাড়গ্রাম জেলার বাসীন্দারা। সকাল থেকে রাত পর্যন্ত তটস্থ থাকে এলাকার মানুষজন।একদিকে যেমন ফসলের ক্ষতি, ঠিক তেমনি প্রাণহানী বা আহতর সংখ্যাও বারছে। স্থানীয় সূত্রে জানাগেছে, ওড়িশা- বাংলা সীমান্ত এলাকায় প্রায় ৬৫টি হাতি অবস্থান করছে। ওই সীমান্ত এলাকা নয়াগ্রামে আগেই একধিক হাতি ছিল। সেই হাতি তাড়াতে গিয়ে মৃত্যু হয় এক যুবকের। নয়াগ্রাম ব্লকের বালিগেড়িয়ার খুদগড় গ্রামের বাসিন্দা বাদল মুর্মু হাতির সামনে পড়ে গেলে তাকে তুলে আছাড় মারে হাতি। নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।