ঝাড়গ্রাম ব্লকের কলসিভাঙা এলাকায় তাণ্ডব চালিয়ে বনদফতরের গাড়ি ভাঙ্গলো একটি দলছুট দাঁতাল হাতি। জানাগেছে, শুক্রবার সকাল থেকে একটি দলছুট হাতি ঝাড়গ্রাম ব্লকের কলসিভাঙ্গা এলাকায় গিয়ে তান্ডব চালায়। মাঠে গিয়ে ফসলের ক্ষতির পাশাপাশি লোকালয়ে গিয়ে দাপিয়ে বেড়ায়।
শুক্রবার মাধ্যমিক পরীক্ষা ছিল, তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনোরকম অসুবিধার মধ্যে পড়তে না হয় তার জন্য ওই হাতিটিকে নজরদারি করার জন্য ঘটনাস্থলে যায় পুলিশ ও বন দফতরের আধিকারিকদের পাশাপাশি পুলিশ ও বনদফতরের একাধিক কর্মী। ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে পুলিশ ও বন দফতরের কর্মীরা। কিন্তু হাতিটিকে নিয়ন্ত্রণে আনতে পারেনি। উল্টে ওই হাতিটি বনদফতরের ঐরাবত গাড়িতে তান্ডব চালিয়ে ভাঙ্গচুর চালায়। ওই গাড়িতে থাকা বন দপ্তরের কর্মীরা যার ফলে অল্পের জন্য রক্ষা পায়। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও বনদফতরের আধিকারিকরা এবং পুলিশ ও বনদফতরের একাধিক কর্মী।