ইলেকট্রিক ন্যানো! ছবি পোস্ট করলেন রতন টাটার ভাইরাল অ্যাসিসট্যান্ট

1/5ইলেকট্রিক ন্যানো পেলেন শিল্পপতি রতন টাটা। ইলেকট্রা ইভি নামের এক সংস্থা এই গাড়িটি বানিয়েছে।

ইলেকট্রা ইভি টাটা মোটর্স ও অন্যান্য অটোমেকার্সদের জন্য ইভি পাওয়াট্রেইন সরবরাহ করে। ফাইল ছবি : রয়টার্স  (Reuters)
2/5ইলেকট্রা ইভি টাটা মোটর্স ও অন্যান্য অটোমেকার্সদের জন্য ইভি পাওয়াট্রেইন সরবরাহ করে। ফাইল ছবি : রয়টার্স  (Reuters)
এ বিষয়ে LinkedIn-এ পোস্ট করেছে ElectraEV। সংস্থা জানিয়েছে, এটি একটি কাস্টম-বিল্ট 72V ন্যানো। আমরা রতন টাটা মহাশয়কে এই গাড়িটি দিতে পেরে ভীষণ গর্বিত। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
3/5এ বিষয়ে LinkedIn-এ পোস্ট করেছে ElectraEV। সংস্থা জানিয়েছে, এটি একটি কাস্টম-বিল্ট 72V ন্যানো। আমরা রতন টাটা মহাশয়কে এই গাড়িটি দিতে পেরে ভীষণ গর্বিত। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
ছবিতে রতন টাটাকে তাঁর নির্বাহী সহকারীর সঙ্গে দেখা যাচ্ছে। তাঁরা বৈদ্যুতিক ন্যানো গাড়িটির পাশে দাঁড়িয়ে আছেন। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
4/5ছবিতে রতন টাটাকে তাঁর নির্বাহী সহকারীর সঙ্গে দেখা যাচ্ছে। তাঁরা বৈদ্যুতিক ন্যানো গাড়িটির পাশে দাঁড়িয়ে আছেন। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
Electra EV জানিয়েছে সীমিত সংখ্যক ন্যানোকে বৈদ্যুতিকে পরিণত করা হবে। ছবি : ইলেকট্রা ইভি (ElectraEV)
5/5Electra EV জানিয়েছে সীমিত সংখ্যক ন্যানোকে বৈদ্যুতিকে পরিণত করা হবে। ছবি : ইলেকট্রা ইভি (ElectraEV)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.