সরকারি ভাবে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ না হলেও নির্বাচনী প্রচারে নেমে পড়েছে রাজ্যের দুই প্রধান প্রতিপক্ষ। দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি পশ্চিমবঙ্গের ৪২টি আসনের কুড়িটিতে প্রার্থী ঘোষণা করে দেওয়ার পর গত রবিবার ব্রিগেডের সভায় তৃণমূলের প্রার্থী ঘোষণা করা হয়। প্রার্থী তালিকা প্রকাশ হতেই প্রধান দুই রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে।
বাঁকুড়া লোকসভা আসনে বিজেপি প্রার্থী ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় জনসংযোগ ও প্রচার সেরে ফেলেছেন। সুভাষবাবুর নাম ঘোষণা হতেই দলীয় কর্মীরা তুলি হাতে দেওয়াল লিখনে বেড়িয়ে পড়েন। প্রাথমিকভাবে সুভাষবাবু কয়েককদম এগিয়ে মূল প্রতিপক্ষের চেয়ে। এমনকি সুভাষবাবুর বিরোধী বলে প্রচারিত বাঁকুড়া সদর
কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা সুভাষবাবুর ভোট প্রচারে নিজেই দেওয়াল লিখন করছেন।
অন্যদিকে আজ তৃণমূল প্রার্থী সাত সকালে তার অনুগামীদের নিয়ে দোলতলা সতীঘাটে হনুমান মন্দিরে ও ছিন্নমস্তা মন্দিরে পূজা শুরু করেন।তারপর তিনি মাচানতলায় মসজিদে ও কলেজ মোড়ে চার্চেও যান।