একটি ইঞ্জিন থেকে আট বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার বাগদা থানার আউলডাঙ্গা বাজারের কাছেই বাগদা রোড থেকে তাদের ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতরা ভারত- বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পার করে বিএসএফের চোখ এরিয়ে ভারতে ঢোকে। এরপর ভোররাতে একটি ইঞ্জিন ভ্যান ভাড়া করে বাগদার আউল ডাঙ্গা বাজারে আসে। ধৃতদের নাম সানোয়ার হোসেন, সঞ্জীব হোসেন, আমিন শরিফ, ফাতেমা আখতার, রেখা বেগম, বিলকিস বেগম, রেকসনা বেগম ও রেখা।
পুলিশ সূত্রে খবর, এদিন ভোর চারটে নাগাদ গোপন সূত্রে খবর আসে একদল বাংলাদেশি চোরাই পথে ভারতে ঢুকে তারা বাগদার দিকে যাছে। এরপর পুলিশের একটি দল আউলডাঙা বাজার পৌছায়। সেখান থেকে আটজন বাংলাদেশি অনুপ্রবশকারীকে গ্রেফতার করে। এদের মধ্যে পাঁচ জন মহিলা ও এক ভারতীয় দালাল ছিল বলে পুলিশ জানিয়েছে। জেরায় ধৃতরা পুলিশকে জানিয়েছেন, তারা দালালকে পাঁচ হাজার টাকা করে দিয়ে চোরাপথে এ দেশে ঢুকেছিল। ব্যাঙ্গালুরুতে তারা ঠিকা শ্রমিকের কাজ করতে যাচ্ছিল। শুক্রবার তাদের বনগাঁ মহাকুমা আদালতে তোলা হলে, বিচারক ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়।