ED Officers Attacked: গভীর রাতে শহরে ইডি ডিরেক্টর, আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠক আজই…

সন্দেশখালি ও বনগাঁ-কাণ্ডের পরেই দিল্লি থেকে তড়িঘড়ি শহরে উড়ে এলেন ইডি ডিরেক্টর  রাহুল নবীন। সোমবার গভীর রাতে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কলকাতার তিন জন ইডি আধিকারিক। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার সকালেই সল্টলেকের ইডি অফিসে আধিকারিকদের সঙ্গে এক বিশেষ বৈঠক করবেন নবীন।

সোমবার রাত ১১টা ১৫ মিনিট নাগাদ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দরে অবতরণ করেন অ্যাক্টিং ইডি ডিরেক্টর রাহুল নবীন। বিমানবন্দরের লাউঞ্জে তখন তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কলকাতার ইডি দফতরের তিন আধিকারিক। লাউঞ্জেই তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন নবীন। রাত ১২টা ৩০ মিনিট নাগাদ বিমানবন্দর থেকে বেরিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দেন তিনি। রাত ১২টা ৫০ মিনিট নাগাদ শহরের একটি হোটেলে
ঢোকেন।

কেন সোমবার রাতে কলকাতা এলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন?

সন্দেশখালিতে শুক্রবার রেড করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকেরা। তিনজন ইডি আধিকারিককে চিকিৎসার জন্য ভর্তি করতে হয় সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে। আবার ওইদিন রাতেই বনগাঁয় ইডি আধিকারিকেরা রেড করতে গিয়েছিলেন। সেখানেও আধিকারিকদের গাড়ির উপর ইট ছোড়েন উত্তেজিত জনতা। 

ইতিমধ্যেই কলকাতার ইডি দফতর থেকে সমস্ত ঘটনা জানানো হয়েছে ইডির দিল্লির সদর দফতরে। এরপরই গতকাল সোমবার রাতে কলকাতায় আসার সিদ্ধান্ত নেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। ইডি-সূত্রে খবর, আজ, মঙ্গলবার রাহুল নবীন একাধিক বিষয়ে কলকাতার আধিকারিকদের সঙ্গে মিটিং করবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.