Economic Survey: ভারতে এখন ১৪ হাজার স্টার্টআপ কোম্পানি, ২০২১-এই ৪৪টি ইউনিকর্ন

1/5বাজেটের আগে, সোমবার সংসদে ২০২১-২২-এর অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ হল। তাতে ভারতের স্টার্টআপ কালচারের উল্লেখযোগ্য বৃদ্ধি উঠে এসেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

পরিসংখ্যান বলছে, ২০১৬-১৭ সালে ভারতে মাত্র ৭৩৩টি স্টারআপ কোম্পানি ছিল। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস  (HT_PRINT)
2/5পরিসংখ্যান বলছে, ২০১৬-১৭ সালে ভারতে মাত্র ৭৩৩টি স্টারআপ কোম্পানি ছিল। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস  (HT_PRINT)
এদিকে ২০২১-২২ সালে দেশে মোট স্টার্টআপের সংখ্যা ১৪ হাজারেরও বেশি দাঁড়িয়েছে। প্রতীকী ছবি : রয়টার্স  (REUTERS/Timothy Aeppel )
3/5এদিকে ২০২১-২২ সালে দেশে মোট স্টার্টআপের সংখ্যা ১৪ হাজারেরও বেশি দাঁড়িয়েছে। প্রতীকী ছবি : রয়টার্স  (REUTERS/Timothy Aeppel )
শুধুমাত্র ২০২১-২২ সালেই ৪৪টি সংস্থা দ্রুত লাভজনক বা ইউনিকর্নে পরিণত হয়েছে। প্রতীকী ছবি : এএনআই (ANI)
4/5শুধুমাত্র ২০২১-২২ সালেই ৪৪টি সংস্থা দ্রুত লাভজনক বা ইউনিকর্নে পরিণত হয়েছে। প্রতীকী ছবি : এএনআই (ANI)
বর্তমানে স্টার্টআপের সংখ্যার নিরিখে গোটা বিশ্বে, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের পরেই স্থান ভারতের। ছবি : ইনস্টাগ্রাম (Instagram )
5/5বর্তমানে স্টার্টআপের সংখ্যার নিরিখে গোটা বিশ্বে, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের পরেই স্থান ভারতের। ছবি : ইনস্টাগ্রাম (Instagram )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.