কলকাতা ফুটবল লিগে গ্রুপ পর্বে কি শীর্ষে যেতে পারবে ইস্টবেঙ্গল? আজ গ্রুপের শেষ ম্যাচ খেলবে তারা। পুলিশকে হারালেই ভবানীপুরকে টপকে শীর্ষে চলে যাবে লাল-হলুদ।
দলীপ ট্রফিতে আজ দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিন বোলারদেরই প্রাধান্য ছিল। এ বার কি শুভমন গিল, কেএল রাহুলরা দাগ কাটতে পারবেন? উয়েফা নেশনস লিগ ফুটবলে আজ রয়েছে আটটি ম্যাচ। লড়াই দুই বড় দল ফ্রান্স ও ইটালির। রয়েছে প্যারালিম্পিক্স, ইউএস ওপেন টেনিস।
কলকাতা ফুটবল লিগে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল
কলকাতা ফুটবল লিগে গ্রুপ পর্বে আজ শেষ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। তাদের সামনে ক্যালকাটা পুলিশ। এই ম্যাচে জিতলে বা ড্র করলে ভবানীপুরকে টপকে শীর্ষে চলে যাবে লাল-হলুদ। খেলা শুরু বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে জি ২৪ ঘণ্টা চ্যানেলে।
দলীপ ট্রফিতে দ্বিতীয় দিনেও কি বোলারদের দাপট? দেখা যাবে শুভমন, রাহুলদের খেলা
শুরু হয়ে গিয়েছে দলীপ ট্রফি। একসঙ্গে চলছে চার দলের ম্যাচ। আজ দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিন মূলত বোলারদেরই প্রাধান্য ছিল। আজ কি ব্যাটাররা দাগ কাটতে পারবেন? শুভমন গিল, কেএল রাহুল, বাংলার অভিষেক পোড়েলদের খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে। দু’টি ম্যাচই শুরু সকাল ৯:৩০ থেকে।
ইউরোপের ফুটবলে বড় ম্যাচ, মুখোমুখি ফ্রান্স এবং স্পেন
উয়েফা নেশনস লিগ ফুটবলে আজ দ্বিতীয় দিন। রয়েছে আটটি ম্যাচ। লড়াই দুই বড় দল ফ্রান্স ও ইটালির। খেলা রাত ১২:১৫ থেকে। একই সময়ে রয়েছে কসোভো-রমানিয়া, স্লোভেনিয়া-অস্ট্রিয়া, আইসল্যান্ড-মন্টিনেগ্রো, ওয়েলস-তুরস্ক, বেলজিয়াম-ইজ়রায়েল খেলা। তার আগে সন্ধ্যা ৭:৩০ থেকে কাজাখস্তান-নরওয়ে এবং রাত ৯:৩০ থেকে লিথুয়ানিয়া-সাইপ্রাস ম্যাচ। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
প্যারালিম্পিক্সে রেকর্ড গড়া ভারত আরও পদক পাবে?
প্যারালিম্পিক্সে ভারতীয়দের পারফরম্যান্স ছাপিয়ে গিয়েছে অলিম্পিক্সের পারফরম্যান্সকে। শুক্রবার কি আরও পদক আসতে পারে? দুপুর ১২টায় প্যারালিম্পিক্সের সম্প্রচার শুরু। খেলা দেখা যাবে ডিডি স্পোর্টস চ্যানেলে।
ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা শেষ টেস্ট, রুটরা ৩-০ ফলে সিরিজ় জিতবেন?
আজ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার তৃতীয় টেস্ট। তিন ম্যাচের সিরিজ়ে প্রথম দু’টি টেস্ট জিতে ইতিমধ্যেই সিরিজ় পকেটে পুরে নিয়েছে ইংল্যান্ড। ওভালে এই টেস্ট জিতলে ৩-০ ফলে সিরিজ় জিতবেন জো রুট-অলি পোপেরা। শ্রীলঙ্কা কি মুখরক্ষা করতে পারবে?
ইউএস ওপেন টেনিসে মহিলাদের সেমিফাইনাল
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন আজ দ্বাদশ দিনে পড়ছে। পর পর অঘটন ঘটছে এ বারের ইউএস ওপেনে। আজও কি অঘটন হবে? আজ রয়েছে পুরুষদের দু’টি সেমিফাইনাল ম্যাচ। খেলা শুরু রাত ৮:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।