1/5শুক্রবার সকালে শহরে চলে এলেন অ্যালেক্স লিমা। শুক্রবার সকাল সোয়া ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন লিমা। তাঁকে স্বাগত জানানোর জন্য এয়ারপোর্টে জড়ো হয়েছিলেন লাল-হলুদের একাধিক সমর্থক। ক্লাব কর্তারাও হাজির ছিলেন লিমাকে স্বাগত জানানোর জন্য। তিনি এসে পড়ায় উচ্ছ্বসিত লাল-হলুদ ভক্তরা।
2/5আগের মরসুমে জামশেদপুর এফসি-র হয়ে খেলেছিলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার ৷ এর আগে গত শনিবার সকালে কলকাতায় এসেছেন সাইপ্রাসের ডিফেন্ডার কারালাম্বোস কিরিয়াকু ৷ প্রসঙ্গত, আইএসএলে ৪১ টি ম্যাচ খেলেছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। জামশেদপুর এফসিকে শিল্ড জেতানোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন লিমা। পাশাপাশি ৩৩ বছরের ব্রাজিলিয়ান মিডিয়োর চারটে অ্যাসিস্টও আছে আইএসএলে।
3/5একবারে পাঁচ বিদেশিকে সই করানোর কথা ঘোষণা করে ইমামি ইস্টবেঙ্গল। ৩২ বছরের সাইপ্রাসের ডিফেন্ডার কারালাম্বোস কিরিয়াকু, অ্যালেক্স লিমা ছাড়াও ইভান গঞ্জালেসও, ক্লেইটন সিলভা এবং এলিয়ান্দ্রোকে সই করানো হয়েছে। সব বিদেশিরই এই সপ্তাহের মধ্যে চলে আসার কথা।
4/5এ দিকে জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশিও চূড়ান্ত হয়ে গিয়েছে ৷ ভারতীয় ফুটবল সংস্থাকে ফিফা নির্বাসন করলেও, বিদেশি ফুটবলারদের আইএসএল এবং আই লিগের দলগুলির সঙ্গে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না ৷ প্রতিশ্রুতিমান ফরোয়ার্ড হিমাংশু জারাংকে দলে নিয়েছে লাল-হলুদ ৷ অনুর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হিমাংশু জারাং।
5/5আগামী ২৮ অগস্ট এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি খেলতে নামবে ইস্টবেঙ্গল ৷ তার আগে যদিও ডুরান্ড কাপে আরও দু’টি ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড ৷ তবে ডার্বিকে ঘিরে উত্তেজনা এখন থেকেই তুঙ্গে।