করোনাকালে নানা অভিযোগ, তবুও পাঁচ বছর মেয়াদ বাড়ল WHO-এর ডিরেক্টর-জেনারেলের

1/5মঙ্গলবার পাঁচ বছরের দ্বিতীয় মেয়াদে বহাল হলেন WHO-র ডিরেক্টর-জেনারেল টেদ্রোস আধানম ঘেব্রেইসাস। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলির সমর্থনে পুনর্নিযুক্ত হন তিনি। ফাইল ছবি: এএফপি (Fabrice Coffrini/Pool via REUTERS)

ডিরেক্টর-জেনারেল পদে তিনিই একমাত্র প্রার্থী ছিলেন। ২০২১-এর এপ্রিল থেকে প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছিল। সদস্য দেশগুলিকে প্রার্থী প্রস্তাব করার কথা বলা হয়েছিল। (ছবি সৌজন্যে রয়টার্স) (Fabrice Coffrini/Pool via REUTERS)
2/5ডিরেক্টর-জেনারেল পদে তিনিই একমাত্র প্রার্থী ছিলেন। ২০২১-এর এপ্রিল থেকে প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছিল। সদস্য দেশগুলিকে প্রার্থী প্রস্তাব করার কথা বলা হয়েছিল। (ছবি সৌজন্যে রয়টার্স) (Fabrice Coffrini/Pool via REUTERS)
চলতি বছর WHO-এর বোর্ড মিটিংয়ে টেদ্রোসকে দ্বিতীয় অধ্যায়ের জন্য প্রার্থী করা হয়। (ছবি সৌজন্যে রয়টার্স) (Fabrice Coffrini/Pool via REUTERS)
3/5চলতি বছর WHO-এর বোর্ড মিটিংয়ে টেদ্রোসকে দ্বিতীয় অধ্যায়ের জন্য প্রার্থী করা হয়। (ছবি সৌজন্যে রয়টার্স) (Fabrice Coffrini/Pool via REUTERS)
ডঃ টেদ্রোস ২০১৭ সালে ডিরেক্টর-জেনারেল হিসাবে নিযুক্ত হন। ফাইল ছবি : রয়টার্স (Fabrice Coffrini/Pool via REUTERS)
4/5ডঃ টেদ্রোস ২০১৭ সালে ডিরেক্টর-জেনারেল হিসাবে নিযুক্ত হন। ফাইল ছবি : রয়টার্স (Fabrice Coffrini/Pool via REUTERS)
WHO-এর ডিরেক্টর-জেনারেল একবারই পুনর্বহাল হতে পারেন। ফাইল ছবি : রয়টার্স (Fabrice Coffrini/Pool via REUTERS)
5/5WHO-এর ডিরেক্টর-জেনারেল একবারই পুনর্বহাল হতে পারেন। ফাইল ছবি : রয়টার্স (Fabrice Coffrini/Pool via REUTERS)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.