কলকাতা-সহ রাজ্যের সব জেলায় দুর্গাপুজোয় কার্নিভাল হবে। আগামী ৮ অক্টোবর জেলাগুলিতে হবে কার্নিভাল। পরদিন কলকাতায় কার্নিভাল হবে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে দুর্গাপুজোর নিরঞ্জনের দিনক্ষণও ঘোষণা করেছেন।
দুর্গাপুজো নিয়ে সোমবার নেতাজি ভবনে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘২৫ সেপ্টেম্বর হচ্ছে মহালয়া। ২৯ সেপ্টেম্বর হচ্ছে মহাচতুর্থী। ৩০ সেপ্টেম্বর হচ্ছে মহাপঞ্চমী। ১ অক্টোবর হচ্ছে মহাষষ্ঠী। ২ অক্টোবর হচ্ছে মহাসপ্তমী। ৩ অক্টোবর হচ্ছে মহাষ্টমী। ৪ অক্টোবর হচ্ছে মহানবমী। ৫ অক্টোবর হচ্ছে বিজয়া দশমী। বিসর্জনের দিন ঠিক করা হয়েছে ৫ অক্টোবর, ৬ অক্টোবর, ৭ এবং ৮ অক্টোবর। ৯ অক্টোবর লক্ষ্মীপুজো এবং ফাতেহা দোয়াজ দাহাম আছে।’
কবে কার্নিভাল হবে?
দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ায় এবার বৃহদাকারে কার্নিভাল করতে চলেছে রাজ্য সরকার। কলকাতা-সহ রাজ্যের সব জেলায় ১ সেপ্টেম্বর মিছিল হবে। কার্নিভালও হবে রাজ্যের সব জেলায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৮ অক্টোবর কলকাতায় কার্নিভাল হবে। একদিন আগেই জেলাগুলিতে কার্নিভাল আয়োজনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।