Durga Puja 2021: প্রতিটি দুর্গাপুজো কমিটিকে ৫০,০০০ টাকা অনুদান, বিদ্যুতের বিলে ৫০% ছাড় : রাজ্য

প্রতিটি দুর্গাপুজো কমিটিকে ৫০,০০০ টাকা অনুদান দেবে রাজ্য সরকার। সেইসঙ্গে প্রতিটি কমিটির বিদ্যুতের বিলে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। এমনটাই জানালেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

মঙ্গলবার নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে প্রশাসনিক এবং সমন্বয় বৈঠক হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে কীভাবে পুজো হবে, তা নিয়ে আলোচনা করেন মুখ্যসচিব এবং প্রশাসনিক কর্তারা। তিনি জানান, রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটা ভালো হয়েছে। তবে ঢিলেমি দিলে চলবে না। পুজো কমিটিগুলিকে বাধ্যতামূলকভাবে করোনা-বিধি মেনে চলতে হবে। তাছাড়া প্রতিবারের মতো পুজো কমিটিগুলিকে ৫০,০০০ টাকা অনুদান দেবে রাজ্য সরকার। বিদ্যুতের বিলে ছাড় দেওয়া হবে ৫০ শতাংশ। পুজোর লাইসেন্স ফি পুরোপুরি করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যসচিব। ট্রেন্ডিং স্টোরিজ

নবান্ন সূত্রে খবর, রাজ্যের মোট ৩৬,০০০ টি ক্লাবের পুজো নথিভুক্ত করা আছে। কলকাতায় নথিভুক্ত পুজোর সংখ্যা ২,৫০০। মহিলা পরিচালিত পুজোর সংখ্যা ১,৫০০। সেই পুজো কমিটগুলিকে আর্থিক অনুদান প্রদান করা হবে।

পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, করোনাভাইরাসের মধ্যে গত বছর পুজো কমিটিগুলি বিভিন্নরকম সমস্যার মুখে পড়েছিল। আগের বছর যেরকমভাবে করোনা সুরক্ষাবিধি মেনে পুজো করা হয়েছিল, সেরকমভাবেই করতে হবে। পুজোর মণ্ডপে বিলি করতে হবে মাস্ক। পুজো মণ্ডপের চত্বরে নিয়মিত স্যানিটাইজ করতে হবে। সরকার সাহায্য করবে। করোনা নিয়ে আমজনতাকে সচেতন করার জন্যও পুজো কমিটিগুলিকে আর্জি জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘চিন্তার কিছু নেই। নিশ্চিতভাবে পুজো করুন।’সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.