দমদমে লোকাল ট্রেনে সাপের আতঙ্ক! বসার আসনে দাঁড়িয়ে পড়লেন মহিলারা, হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি

আপ শান্তিপুর লোকালে সাপের আতঙ্ক। ভয়ে বসার আসন ছেড়ে তার উপরেই দাঁড়িয়ে পড়লেন মহিলারা। যদিও কোনও সাপ ওই কামরায় খুঁজে পাওয়া যায়নি। পরে জিআরপি ঘটনাস্থলে পৌঁছয়। কামরার ভিতরে ঢুকে মহিলাদের আশ্বস্ত করে। তার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার শিয়ালদহ থেকে শান্তিপুরের দিকে যাওয়ার পথে লোকাল ট্রেনে সাপের আতঙ্ক দেখা দেয়। শিয়ালদহ থেকে রাত ৯টা নাগাদ রওনা দিয়েছিল ট্রেনটি। দমদম পেরোনোর পর ওই ট্রেনের একটি মহিলা কামরায় সাপ দেখা গিয়েছে বলে গুজব রটে আচমকা। প্রত্যক্ষদর্শীদের এক জন জানিয়েছেন, মহিলা কামরার প্রথম গেটের সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা সাপ দেখতে পেয়েছেন বলেও দাবি করেন। প্রথমে বিষয়টিকে কেউ তেমন পাত্তা দেননি। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই আতঙ্ক ছড়ায় সমগ্র কামরায়। কেউ কেউ বলে ওঠেন, কোনও এক যাত্রীর ব্যাগ থেকে সাপ বেরিয়েছে। আতঙ্কে আসনের উপরে উঠে দাঁড়িয়ে পড়েন অন্য যাত্রীরা।

দমদমের পরের স্টেশন বেলঘরিয়া। একটি স্টেশন পেরোতে পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছিল। তাতেই গোটা কামরায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে আতঙ্ক। সাপটিকে দেখা যায়নি। তবে অন্যদের মুখে সাপের কথা শুনে বাকিরাও ভয় পেয়ে যান। চলন্ত ট্রেনের কামরার মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সকলেই সামনের দিকের গেট ছেড়ে পিছনের দিকে জড়ো হতে চাইছিলেন।

ওই কামরায় উপস্থিত এক যাত্রীর কথায়, ‘‘দমদম থেকে ৯টা ৫-এর শান্তিপুর লোকালে উঠেছিলাম। ট্রেনের পিছনের দিকে মহিলা কামরায় হঠাৎ এক জন বলে উঠলেন, কার ব্যাগে যেন সাপ রয়েছে। প্রথমে সে কথায় কেউ তেমন পাত্তা দেননি। কিন্তু সাপের ভয়ে আচমকা কামরার মধ্যে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি শুরু হয়। দরজার কাছে ধাক্কাধাক্কিতে যে কোনও মুহূর্তে অঘটন ঘটতে পারত। বেলঘরিয়া পর্যন্ত প্রায় সাত মিনিট ধরে এই হুড়োহুড়ি চলেছে। মাঝে এক বার ট্রেনটি থেমে গিয়েছিল। তখন আরও বেশি ভয় পেয়ে গিয়েছিলাম আমরা সকলে। বেলঘরিয়ায় জিআরপি আসে। পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে খড়দহ পর্যন্ত কামরায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছিল।’’

রেলের তরফে জানানো হয়েছে, ওই কামরায় কোনও সাপ পাওয়া যায়নি। কী থেকে আতঙ্ক ছড়াল, তা-ও পরিষ্কার নয়। জিআরপি আধিকারিকেরা কামরা খুঁজে দেখেছেন। তাঁরা যাত্রীদের আশ্বস্তও করেছেন।

সম্প্রতি একাধিক এক্সপ্রেস ট্রেনে সাপের আতঙ্ক ছড়িয়েছে। দু’দিন আগেই মধ্যপ্রদেশের জবলপুরগামী জনশতাব্দী এক্সপ্রেসে সাপ দেখা গিয়েছিল। ব্যাগপত্র রাখার বাঙ্কার থেকে সাপ উঁকি মারতে দেখেন কয়েক জন যাত্রী। রেলের তরফে সেই ঘটনায় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। এ বার লোকাল ট্রেনেও সাপের আতঙ্ক দেখা গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.