বড়দিন, ২৫ ডিসেম্বর ব্লু লাইনে শেষ মেট্রোর সময়ে বদল। ওই দিন বহু মানুষ পার্ক স্ট্রিটে ঘুরতে যান। সেখানে রাজ্য সরকার আয়োজিত ‘কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৪’ চলছে। তাঁদের কথা ভেবেই বিশেষ ব্যবস্থা মেট্রো কর্তৃপক্ষের। কবি সুভাষ থেকে দমদমের জন্য শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫৩ মিনিটে। যদিও গ্রিন লাইনে অর্থাৎ শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রোর সময়ের কোনও অদলবদল নেই। হাওড়া ময়দান-অসপ্ল্যানেড রুটেও কোনও সময়বদল নেই।
বড়দিনে নোয়াপাড়া থেকে কবি সুভাষ (সকাল ৬টা ৫০ মিনিট), কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (সকাল ৬টা ৫০ মিনিট), দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (সকাল ৬টা ৫৫ মিনিট) এবং টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বরগামী (সকাল ৬টা ৫৫ মিনিট) মেট্রো চলাচলের শুরুর সময় অপরিবর্তিতই থাকছে। তবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাতে ৯টা ৩৩ মিনিটের পরিবর্তে ১০টা ৫৩ মিনিটে ছাড়বে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত ৯টা ৩০ মিনিটের পরিবর্তে রাত ১০টা ৪৯ মিনিটে ছাড়বে। কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটের বদলে রাত ১১টায় ছাড়বে।
ব্লু লাইনে রাত ১০টা ৪০ মিনিটে যে বিশেষ মেট্রো থাকে, বড়দিনে তা চলবে না। ওই দিন দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত সাত মিনিট অন্তর চলবে মেট্রো। ওই লাইনে গোটা দিনে ২২৪টি পরিষেবা মিলবে। ১১২টি পরিষেবা আপ লাইনে এবং ১১২টি ডাউন লাইনে।
গ্রিন লাইনে মেট্রো চলাচলের সময়সীমা অপরিবর্তিত থাকবে। এমনিতে রোজ ওই লাইনে ১০৬টি পিরষেবা পাওয়া যায়। কিন্তু বড়দিনে ৯০টি পরিষেবা পাওয়া যাবে, ২০ মিনিট অন্তর। গ্রিন লাইন-২, পার্পল এবং অরেঞ্জ লাইনে ট্রেনের সময়সীমা অপরিবর্তিত থাকবে।