চুক্তিপত্র অনুযায়ী বাড়ি ভাড়া দেওয়ার মেয়াদ পেরিয়ে গিয়েছে। বার দুয়েক অফিস সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছেন বাড়িওয়ালা। কিন্তু অভিযোগ, সরকারি ডাকঘর তাতে কর্নপাত করেনি। শেষে বালুরঘাট হিলি মোড় এলাকার নারায়ণপুর সাব পোস্ট অফিসে তালা ঝুলিয়ে দিলেন বাড়ির মালিক। যার জেরে শুক্রবার দিনভর বন্ধ রইল ডাকঘর।
শুক্রবার পোস্ট অফিসে তালা মারার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বালুরঘাট শহরের হিলি মোড় এলাকার নারায়ণপুরে। এ নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পোস্ট মাস্টার রঞ্জিতকুমার রায়। দিনভর ডাকঘর বন্ধ থাকার ফলে সমস্যায় পড়েন গ্রাহকরা। কাজ করতে এসে খালি হাতেই ফিরে যেতে হয় গ্রাহকদের।
বাড়ির মালিক লক্ষ্মী সাহার দাবি, গত বছর নভেম্বরে পোস্ট অফিসের সঙ্গে বাড়িভাড়া দেওয়ার চুক্তি ফুরিয়ে গিয়েছে। সামনেই বাড়িওয়ালার ছেলের বিয়ে। সেই কারণে গোটা বাড়ির মেরামতির কাজ করাবেন। তাই চুক্তি শেষ হওয়ার মাসখানেক আগে লক্ষ্মী পোস্ট অফিসকে লিখিত ভাবে ঘর ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন। তার কোনও সদুত্তর পাননি। এমন কি গত দু’মাসের ভাড়াও বকেয়া বলে দাবি লক্ষ্মীর। তাঁর দাবি, এ নিয়ে পোস্ট অফিস কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানিয়েছিলেন যে,১ মার্চ থেকে বাড়িতে ডাকঘর খুলতে দেবেন না। সেই কারণেই মাস পহেলায় তালা মেরেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে পোস্টমাস্টার রঞ্জিত জানিয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।