মত্ত অবস্থায় সরকারি বাস চালিয়ে বিপদে চালক! বার কয়েক ধাক্কা মারলেন বিভিন্ন জায়গায়। বিপদ বুঝে যাত্রীরাই থামালেন বাসটি। তার পর চালককে নামিয়ে পুলিশের হাতে তুলে দেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বীরভূমের সিউড়িতে। ওই সরকারি বাসের যাত্রীদের জন্য অন্য একটি বাসের ব্যবস্থাও করে দেয় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলের পর সিউড়ি বাসস্ট্যান্ড থেকে দুর্গাপুরের দিকে রওনা দিয়েছিল একটি সরকারি বাস। বাসের মধ্যে ছিলেন বেশ কয়েক জন যাত্রী। অভিযোগ, মদ খেয়ে বাস চালাচ্ছিলেন চালক। তাই বাসের গতি তাঁর নিয়ন্ত্রণে ছিল না। বাইপাসের উপর বেপরোয়া গতিতে বাস চালাতে গিয়ে ধাক্কাও মারেন কয়েক জায়গায়। বার কয়েক বচসায় জড়িয়ে পড়েন রাস্তায় অন্য গাড়িচালকদের সঙ্গে। তবে শেষ পর্যন্ত যাত্রীরা বুঝতে পেরে বাস থামিয়ে নেমে পড়েন। তার পর চালককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
সিউড়ির চিনপাই বাইপাসে বাস দাঁড় করান যাত্রীরা। চালকের সঙ্গে ঝামেলা বাধে তাঁদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সদাইপুর থানার পুলিশ। যাত্রীদের কাছ থেকে পুরো ঘটনা শুনে চালককে আটক করে থানায় নিয়ে যায়। এক যাত্রীর কথায়, ‘‘এ ভাবে মদ খেয়ে বাস চালিয়ে একদমই ঠিক কাজ করেননি চালক। যে কোনও সময় বড়সড় বিপদ ঘটতে পারত। আমরা বারণ করায় আমাদের সঙ্গে তর্কও করেছেন ওই চালক।’’
মদ্যপানের কথা স্বীকার করেছেন চালক মিহির দাস নিজেই। তাঁর সাফাই, ‘‘সকাল থেকে বাস খারাপ ছিল। বাস নিয়ে ডিপোতে অপেক্ষা করছিলাম। সেই সময় বন্ধুরা জোর করে কিছুটা মদ খাইয়ে দিয়েছিল। আমি সাধারণত মদ খাই না।’’