drama, Ramayana, IIT students, রামায়ণ নিয়ে বিতর্কিত নাটক! হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে শাস্তি পেল আইআইটি পড়ুয়ারা

 রামায়ণ নিয়ে বিতর্কিত নাটক মঞ্চস্থ করার অভিযোগে শাস্তির মুখে পড়ল আইআইটি বম্বের ৮ জন পড়ুয়া। এদের মধ্যে চার পড়ুয়াকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে আরো ৪ পড়ুয়াকে। পাশাপাশি কয়েকজন পড়ুয়ার ওপর হোস্টেল ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জাতীয় স্তরের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত ৩১ শে মার্চ আইআইটি বোম্বের পারফর্মিং আর্ট ফেস্টিভালে রাহোবান শিরোনামে একটি নাটক মঞ্চস্থ করেন অভিযুক্ত পড়ুয়ারা। এই নাটকটির বিরুদ্ধে রামায়ণের প্যারোডি বলে অভিযোগ ওঠে। এর পরই ওই ৮ পড়ুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় আইআইটি বম্বে কর্তৃপক্ষ।

আইআইটি বম্বের পড়ুয়াদের একাংশ ওই ৮ পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। অভিযোগকারী পড়ুয়াদের দাবি ছিল, হিন্দু মহাকাব্য নিয়ে মজা করে নাটক বানানোর কারণে হিন্দুদের বিশ্বাস এবং দেবতাদের অবমাননা করা হয়েছে। নারীবাদী প্রচারের আড়ালে নাটকের প্রধান চরিত্রগুলিকে নিয়ে মজা করে আসলে সাংস্কৃতিক মূল্যবোধকে উপহাস করা হয়েছে বলে অভিযোগ।

সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে শৃঙ্খলা কমিটির বৈঠকে বসে। আইআইটি বম্বে কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত ৪ পড়ুয়াকে জরিমানা হিসেবে ১ লক্ষ ২০ হাজার টাকা দিতে হবে, অন্য চারজনকে দিতে হবে ৪০ হাজার টাকা করে। ২০ জুলাইয়ের মধ্যে ডিন ও স্টুডেন্ট অ্যাফেয়ার্স- এর অফিসে টাকা জমা দিতে হবে।

বিষয়টি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়ে যায়। অনেকেই ৮ পড়ুয়ার রুচি নিয়ে প্রশ্ন তুলে তাদের বিরুদ্ধে সরব হয়েছেন। আবার অনেক তাদের পাশেও দাঁড়িয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.