করোনা আতঙ্কে টানা দুদিন সিল (Sealed) থাকছে দক্ষিণ দিল্লিতে অবস্থিত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) হেড কোয়ার্টার (HQ)। সূত্রের খবর, ইডির বহু অফিসার এবং কর্মীর কোভিড (Covid-19) টেস্ট পজিটিভ আসে। এরপরেই শনিবার ও রবিবার, ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দফতর।
জানা গেছে, ইডির স্পেশ্যাল ডিরেক্টর এবং দু-একজন তদন্তকারী অফিসার প্রথমে করোনা আক্রান্ত হন। এরপরই সকলের করোনা পরীক্ষা করা হয়। সেখানে বহু কর্মীর টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। তাঁদের মধ্যে থেকে ১০ জন কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তারপরই সদর দফতর স্যানিটাইজ করে দুদিনের জন্য সিল করে দেওয়া হয়।
সূত্রের খবর, বৃহস্পতিবার এক কর্মীর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পরই একটি ফ্লোর বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, দক্ষিণ দিল্লির লোকনায়ক ভবনের দুটো তলা মিলিয়ে ইডির হেড কোয়ার্টার।