নববর্ষেই চা–বাগান থেকে এলো সুখবর। দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর খুলে গেল আলিপুরদুয়ারের মধু চা বাগান। আর এই চা–বাগান খুলে যাওয়ায কর্মীদের মনে খুশির হাওয়া। এই পরিস্থিতিতে চা–বাগানের সবাইকে সতর্ক করে শ্রমমন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘নিন্দুকদের চক্রান্তে চা–বাগানকে বন্ধ করার পরিস্থিতির দিকে নিয়ে যাবেন না।’ এই মন্তব্যের পরই গেরুয়া শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নিন্দনীয় কাজ করলে নিন্দা হবেই।’
কবে থেকে বন্ধ ছিল চা–বাগান? জানা গিয়েছে, ২০১৪ সাল থেকে দীর্ঘ ৮ বছর বন্ধ ছিল আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মধু চা–বাগান। সেখানে হঠাৎ সাসপেনশনের নোটিশ জারি করা হয়েছিল। ফলে মুহূর্তে কর্মহীন হয়ে পড়েছিলেন প্রায় একহাজার শ্রমিক। এবার সেই বন্ধ চা–বাগান খুলে দেওয়া হল। আর তাতেই উৎসবের মেজাজে আবির খেলায় মাতলেন শ্রমিকরা।
ঠিক কী বলেছেন শ্রমমন্ত্রী? মধু চা–বাগান খোলার পর শ্রমমন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘নিন্দুকদের চক্রান্তে চা–বাগানকে বন্ধ করার পরিস্থিতির দিকে নিয়ে যাবেন না। ছোট সমস্যা হলে আমাদের বলবেন আমরা মিটিয়ে নেব। নিন্দুকেরা ছোট সমস্যাকে বড় করে ঘা করে ক্যানসার করার চেষ্টা করবে। তাই সাবধান থাকুন। বাগানের দায়িত্ব তাদেরই দেওয়া হবে যে কর্তৃপক্ষ শ্রমিক বন্ধু বা দরদী।’ এই কথা শোনার পর শ্রমিকদের মুখে হাসি ফুটে ওঠে।
ঠিক কী বলেছে গেরুয়া শিবির? শ্রমমন্ত্রীর মন্তব্যের পর কটাক্ষ করেছে বিজেপি। আলিপুরদুয়ারের বিজেপির সাধারণ সম্পাদক মিঠু দাস বলেন, ‘আমরাও তো চাই চা–বাগান খুলুক। কিন্তু ভোটের রাজনীতিকে সামনে রেখে শ্রমিকদের বিপদে ফেলা হচ্ছে। গত ৮ বছর বন্ধ থাকায় এখানের পরিকাঠামো ধ্বংস হয়েছে। নিন্দনীয় কাজ করলে নিন্দা হবেই।’