সপ্তাহের শুরুতে ফের কমল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। সঙ্গে বাড়ল দৈনিক সংক্রমণের হার। তবে প্রায় সপ্তাহখানেক পর রবিবার রাজ্যে কমেছে অ্যাক্টিভ কেস।
সোমবার রাজ্য সরকারের প্রকাশিত করোনা বুলেটিন অনুসারে রবিবার রাজ্যে ২৯,১০৯টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ৮০৫টি সংক্রমণ ধরা পড়েছে। পরীক্ষা কম হওয়ায় সংক্রমণের সংখ্যা কমলেও বেড়েছে দৈনিক সংক্রমণের হার। রবিবার রাজ্যে দৈনিক সংক্রমণের হার ছিল ২.৭৭ শতাংশ। কলকাতায় সংক্রমিত ২২৯, উত্তর ২৪ পরগনায় ১৪২। রাজ্যে মোট সংক্রমণ বেড়ে হয়েছে ১৫.৮৭ লক্ষ।ট্রেন্ডিং স্টোরিজ
রবিবার রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ৩ জন করে। রাজ্যে করোনায় মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৯,০৬৬।
রাজ্যে এদিন করোনামুক্ত হয়েছেন ৮০৭ জন। অ্যাক্টিভ কেস কমেছে ১৩টি। ফলে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৮৬৯। রাজ্যে সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। রবিবার রাজ্যে দৈনিক সংক্রমণের হার ২.৭৭ শতাংশ।