Flipkart, Amazon-এ ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটি করেন?চালু হচ্ছে নয়া নিয়ম

1/5রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) তরফে জানানো হয়েছে, পেমেন্ট গেটওয়ের কাছে গ্রাহকদের কার্ডের গুরুত্বপূর্ণ যে তথ্য সংরক্ষিত থাকে, তা মুছে ফেলতে হবে। পরিবর্তে লেনদেনের জন্য ব্যবহার করতে হবে এনক্রিপটেড টোকেন। যা অনলাইনে লেনদেনকে আরও সুরক্ষিত করে তুলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)

কার্ডের টোকেনাইজেশন কী? কার্ডের পুরো তথ্য দেওয়ার পরিবর্তে টোকেনাইজেশনের মাধ্যমে একটি বিশেষ কোড বা টোকেন তৈরি হবে। যা তৈরি করবে একটি অ্যালগরিদম। সেই প্রক্রিয়ার মাধ্যমে বারবার কার্ডের তথ্য না দিয়েই অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
2/5কার্ডের টোকেনাইজেশন কী? কার্ডের পুরো তথ্য দেওয়ার পরিবর্তে টোকেনাইজেশনের মাধ্যমে একটি বিশেষ কোড বা টোকেন তৈরি হবে। যা তৈরি করবে একটি অ্যালগরিদম। সেই প্রক্রিয়ার মাধ্যমে বারবার কার্ডের তথ্য না দিয়েই অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
যখন আপনি লেনদেনের জন্য ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তখন আপনার কার্ডের নম্বর, এক্সপায়ারি ডেট, সিভিভি (CVV) এবং ওটিপি (OTP) বা পিন লাগে। কোনও লেনদেনের ক্ষেত্রে আপনি যদি সেইসব তথ্য সঠিকভাবে দেন, তবেই সম্পূর্ণ হবে লেনদেন। টোকেন তৈরির প্রক্রিয়ার মাধ্যমে আদতে আপনার আসল কার্ডের তথ্যের পরিবর্তে একটি বিশেষ কোড (দ্বিতীয়বার থেকে সেটা হবে) দিচ্ছেন। প্রতিটি কার্ড, সংস্থার ক্ষেত্রে সেই টোকেনের কোড ভিন্ন হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)
3/5যখন আপনি লেনদেনের জন্য ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তখন আপনার কার্ডের নম্বর, এক্সপায়ারি ডেট, সিভিভি (CVV) এবং ওটিপি (OTP) বা পিন লাগে। কোনও লেনদেনের ক্ষেত্রে আপনি যদি সেইসব তথ্য সঠিকভাবে দেন, তবেই সম্পূর্ণ হবে লেনদেন। টোকেন তৈরির প্রক্রিয়ার মাধ্যমে আদতে আপনার আসল কার্ডের তথ্যের পরিবর্তে একটি বিশেষ কোড (দ্বিতীয়বার থেকে সেটা হবে) দিচ্ছেন। প্রতিটি কার্ড, সংস্থার ক্ষেত্রে সেই টোকেনের কোড ভিন্ন হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)
আগামী মাস থেকে কার্ড গ্রহীতাদের কী করতে হবে? কোনও সংস্থার থেকে কোনও সামগ্রী কেনার প্রক্রিয়া শুরু করবেন। আপনার অনুমতি চেয়ে ওই সংস্থার তরফে টোকেন তৈরির কাজ শুরু করা হবে। অনুমতি দিলে সেই টোকেন তৈরির জন্য আপনার কার্ডের নেটওয়ার্কের কাছে একটি আবেদন যাবে। কার্ডের নম্বরের প্রক্সি হিসেবে একটি টোকেন তৈরি করবে ওই কার্ডের নেটওয়ার্ক। তারপর তা ওই সংস্থার কাছে পাঠিয়ে দেবে। পরবর্তী লেনদেনের জন্য সেই টোকেন রেখে দেবে ওই সংস্থা। তবে সিভিভি (CVV) এবং ওটিপি (OTP) দিলে তবেই লেনদেন হবে। অপর কোনও সংস্থা বা অপর কোনও কার্ড দিয়ে লেনদেনের ক্ষেত্রে আবার নতুন করে টোকেন তৈরির প্রক্রিয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
4/5আগামী মাস থেকে কার্ড গ্রহীতাদের কী করতে হবে? কোনও সংস্থার থেকে কোনও সামগ্রী কেনার প্রক্রিয়া শুরু করবেন। আপনার অনুমতি চেয়ে ওই সংস্থার তরফে টোকেন তৈরির কাজ শুরু করা হবে। অনুমতি দিলে সেই টোকেন তৈরির জন্য আপনার কার্ডের নেটওয়ার্কের কাছে একটি আবেদন যাবে। কার্ডের নম্বরের প্রক্সি হিসেবে একটি টোকেন তৈরি করবে ওই কার্ডের নেটওয়ার্ক। তারপর তা ওই সংস্থার কাছে পাঠিয়ে দেবে। পরবর্তী লেনদেনের জন্য সেই টোকেন রেখে দেবে ওই সংস্থা। তবে সিভিভি (CVV) এবং ওটিপি (OTP) দিলে তবেই লেনদেন হবে। অপর কোনও সংস্থা বা অপর কোনও কার্ড দিয়ে লেনদেনের ক্ষেত্রে আবার নতুন করে টোকেন তৈরির প্রক্রিয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
১৬ ডিজিটের ডেবিট বা ক্রেডিট কার্ডের নম্বর কি মনে রাখতে হবে? কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, টোকেন প্রক্রিয়ার মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে প্রতিবার কার্ডের তথ্য দিতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)
5/5১৬ ডিজিটের ডেবিট বা ক্রেডিট কার্ডের নম্বর কি মনে রাখতে হবে? কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, টোকেন প্রক্রিয়ার মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে প্রতিবার কার্ডের তথ্য দিতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.