হিলিতে মালবোঝাই লরি থেকে উদ্ধার ১২ কোটি টাকার হেরোইন! এক্সপোর্টকে সামনে রেখে সীমান্তে দেদার মাদক পাচারের কারবার কুখ্যাত পাচারকারীদের

 এক্সপোর্টের আড়ালে কোটি কোটি টাকার হেরোইন পাচার হিলি সীমান্তে। বিএসএফের গোপন খবরে দাঁড়িয়ে থাকা মালবোঝাই লরি থেকে উদ্ধার প্রায় ১২ কোটি টাকার হেরোইন। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েক লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেটও। যদিও এই ঘটনায় গাড়ির মালিক বা চালক কাউকেই গ্রেফতার করতে পারেনি বিএসএফ।

ভারত বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের অন্যতম স্থলবন্দর হিসেবে পরিচিত দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দরটি। যে স্থলবন্দরটি আমদানি ও রপ্তানির অছিলায় মাদক পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। কেন্দ্র ও রাজ্য প্রশাসনের চোখে ধুলো দিয়ে যেখান দিয়েই মাদক পাচার করছে সীমান্তের কুখ্যাত পাচারকারীরা। নিত্যদিনই সামনে আসছে সেই কুখ্যাত কারবারীদের কর্মকান্ড। লরি চালক ও মালিকদের দিকে এক্ষেত্রে বরাবরই এক্সপোর্টারদের আঙুল উঠলেও এর পেছনে যে হিলির বেশকিছু কুখ্যাত পাচারকারীরা রয়েছে এদিনের ঘটনা তা যেন আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যদিও এক্ষেত্রে পাচারকারীরা নিজেদের পরিচিত নামকে উহ্য রেখে কখনও লঙ্কা, ছোটকা, লেবু, লবণ এমন সব কোড নামকে ব্যবহার করে থাকেন। তাদের মদতেই মোটা টাকার বিনিময়ে একাজে যুক্ত হন লরি চালক ও মালিকরা। গত শনিবার বাংলাদেশে খইল বোঝাই ট্রাক থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ ফেনসিডিল ও এম্পোল। ঘটনার সাতদিন না কাটতেই ফের হিলি সীমান্তে মাল বোঝাই ট্রাক থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ হেরোইন। যার বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা বলে দাবি করেছে বিএসএফ।

পুলিশ ও বিএসএফ সূত্রের খবর অনুযায়ী, এদিন দুপুরে হিলির বিপ্লবী সংঘ পুজো মন্ডপের সামনে দাঁড়িয়ে থাকা একটি ভুষি বোঝাই লরিতে গোপন খবর পেয়ে অভিযান চালায় ৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের গোয়েন্দা বিভাগের সদস্যরা। যেখানে পৌঁছে গাড়ির চালকের কেবিনে তল্লাশি চালাতেই বিরাট সফলতা উঠে আসে বিএসএফ জওয়ানদের হাতে। উদ্ধার হয় ২২ প্যাকেট হেরোইন ও ৫ প্যাকেট ইয়াবা ট্যাবলেট। প্রায় আড়াই কেজি ওজনের ওই হেরোইনের বাজার মূল্য ১২ কোটি টাকা বলে দাবি করেছে বিএসএফ। এদিন যে ঘটনাকে ঘিরে হইচই পরিস্থিতি তৈরি হয় সীমান্ত এলাকায়। যদিও এই ঘটনায় লরির চালক বা মালিক কাউকেই গ্রেফতার করতে পারেনি বিএসএফ। ঘটনার পর থেকেই হিলির হাড়িপুকুরের বাসিন্দা তথা লরির মালিক অশোক মন্ডল পলাতক রয়েছে। যদিও পরবর্তীতে উদ্ধার হওয়া ওই বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা ট্যাবলেটগুলি পুলিশের হাতে তুলে দিয়েছে
বিএসএফ।

ঘটনা নিয়ে বিএসএফের তরফে তেমন কিছু বলতে চাওয়া না হলেও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, হিলিতে এধরণের একটি খবর পেয়েছেন। পুলিশের হাতে বিষয়টি তুলে দেওয়া হলে তারা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.