সংক্ষেপে
১৯৯৮ সাল থেকে টানা গুজরাতে ক্ষমতায় রয়েছে বিজেপি। তার আগে অবশ্য ১৯৯৫ সালে ক্ষমতায় এসেছিল গেরুয়া শিবির। কিন্তু সরকার টিকিয়ে রাখতে পারেনি। এ বারের গুজরাত বিধানসভা ভোটে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং আম আদমি পার্টি। অর্থাৎ, এ বার প্রধানমন্ত্রী মোদীর রাজ্যে বিধানসভা ভোটের লড়াই ত্রিমুখী হতে চলেছে।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৯:৫৬
গুজরাতে ৫০ শতাংশের বেশি ভোট বিজেপির
বিজেপি— ৫৩.১ শতাংশ
কংগ্রেস— ২৬.৬ শতাংশ
আপ— ১৩.৮ শতাংশ
সূত্র: নির্বাচন কমিশন
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৯:৫০
পিছিয়ে রবীন্দ্র জাডেজার স্ত্রী
গুজরাতের জামনগর দক্ষিণ কেন্দ্রে পিছিয়ে পড়লেন রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা। এগিয়ে গেল আপ।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৯:৩৭
সোলাঙ্কির ১৯৮৫-এর রেকর্ড অক্ষত থাকবে?
১৯৮৫-তে মাধব সিংহ সোলাঙ্কির নেতৃত্বে কংগ্রেস পেয়েছিল ১৪৯টি আসন। বিজেপি পেয়েছিল মাত্র ১৪টি আসন। এখনও পর্যন্ত গুজরাতে অত আসন কেউ জিততে পারেনি। এ বার কি সেই রেকর্ডও ভেঙে দেবে বিজেপি?
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৯:৩৫
১৯৮৫-এর রেকর্ড ভেঙে দিতে পারবে বিজেপি?
বিজেপি— ১৪৯
কংগ্রেস— ২৩
আপ— ৮
অন্যান্য— ২
আসনে এগিয়ে রয়েছে।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৯:০৮
মোরবীতে এগিয়ে বিজেপি
মোরবীর তিনটি আসনেই এগিয়ে বিজেপি প্রার্থীরা। এই মোরবীতেই ব্রিজ ভেঙে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। একটি ঘড়ি প্রস্তুতকারক সংস্থাকে ব্রিজের মেরামতির বরাদ দেওয়া নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। যদিও এখনও অধরা সেই সংস্থার কর্ণধার।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৯:০৩
এগিয়ে গেলেন হার্দিক
পোস্টাল ব্যালট গণনার সময় পিছিয়ে পড়েছিলেন। ইভিএম গণনা শুরু হতেই গুজরাতের বিরামগাম কেন্দ্রে এগোচ্ছেন বিজেপি প্রার্থী হার্দিক পটেল।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৮:৫৪
পিছিয়ে হার্দিক পটেল
গুজরাতের বিরামগাম কেন্দ্রে বিজেপি প্রার্থী হার্দিক পটেল পিছিয়ে।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৮:৫২
মোদী রাজ্যে ঝড়ের গতিতে এগোচ্ছে বিজেপি
বিজেপি— ১১৮
কংগ্রেস— ৪২
আপ— ৬
অন্যান্য— ০
আসনে এগিয়ে রয়েছে।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৮:৪৯
এগোলেন অল্পেশ ঠাকোর
গান্ধীনগর দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী অল্পেশ ঠাকোর এগিয়ে
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৮:৪৬
পিছিয়ে জিগনেশ মেবাণী
গুজরাতের বদগামে পিছিয়ে কংগ্রেস প্রার্থী তথা দলিত নেতা জিগনেশ মেবাণী। এগিয়ে বিজেপি প্রার্থী।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৮:৪৫
এগিয়ে গুজরাতের বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল
গুজরাতের ঘাটলোদিয়া কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৮:৪১
এগিয়ে রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা
জামনগর উত্তর কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী রিভাবা জাডেজা।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৮:৪১
এগিয়ে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী
গুজরাতে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাদভি প্রতিপক্ষের চেয়ে এগিয়ে রয়েছেন খামভালিয়া কেন্দ্রে।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৮:৩৭
প্রাথমিক পর্যায়ের ভোটগণনায় গুজরাতে আপের চেয়ে এগিয়ে কংগ্রেস
প্রাথমিক পর্যায়ের ভোটগণনায় আপের তুলনায় অনেকটা এগিয়ে কংগ্রেস। যদিও কংগ্রেসের সঙ্গে বিজেপির দূরত্বও বিশাল। রাজ্যে প্রধান বিরোধীর তকমা কি ধরে রাখতে পারবে কংগ্রেস? প্রাথমিক প্রবণতায় সেই ইঙ্গিত।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৮:৩১
গুজরাতে একশোর বেশি আসনে এগিয়ে গেল বিজেপি
বিজেপি— ১০১
কংগ্রেস— ৪৩
আপ— ৪
অন্যান্য— ০
আসনে এগিয়ে রয়েছে।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৮:২১
পোস্টাল ব্যালট গণনায় আরও এগোচ্ছে বিজেপি
বিজেপি— ৯৯
কংগ্রেস— ১৭
আপ— ২
অন্যান্য— ০
আসনে এগিয়ে রয়েছে।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৮:২০
পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে বিজেপি
বিজেপি— ৭১
কংগ্রেস— ১৩
আপ— ৩
অন্যান্য— ০
আসনে এগিয়ে রয়েছে।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৮:১৫
শুরুতেই বাকিদের চেয়ে এগিয়ে গেল বিজেপি
বিজেপি— ৩৩
কংগ্রেস— ৭
আপ— ১
অন্যান্য— ০
আসনে এগিয়ে রয়েছে।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৮:১৩
পোস্টাল ব্যালট গোনা শুরু, ১টি আসনে এগিয়ে গেল বিজেপি
৩৭টি গণনাকেন্দ্রে শুরু হল ভোটগণনার প্রক্রিয়া। শুরুতে গোনা হবে পোস্টাল ব্যালট। সেই গণনায় একটি আসনে এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী।
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১৮:৫৪
২০০২ সালের দাঙ্গা-পরবর্তী গুজরাতের বিধানসভা ভোটে সবচেয়ে ভাল ফল করে বিজেপি
২০০২ সালের দাঙ্গা-পরবর্তী গুজরাতে বিধানসভা ভোটে বিজেপি পায় ১২৭টি আসন। বস্তুত, এটাই তাদের সবচেয়ে ভাল ফলের রেকর্ড।