প্রয়াত দিলীপ কুমার। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ তাঁর মৃত্যু হয়। বলিউডের কিংবদন্তি এই অভিনেতা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। প্রয়াণের সময় দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু তাঁর পাশে ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর মৃত্যুতে বলিউড সহ দেশের বিভিন্ন ক্ষেত্রে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করেছেন বলিউডের কিংবদন্তি এই অভিনেতাকে নিয়ে।
১৯২২ সালের ১১ ডিসেম্বর অবিভক্ত ভারতের পেশোয়ারে জন্ম নেন দিলীপ কুমার। জন্মকালে তাঁর নাম ছিল মহম্মদ ইউসুফ খান। পরবর্তীকালে হয়ে ওঠেন সবার প্রিয় দিলীপ কুমার। ১৯৬৬ সালে অভিনেত্রী সায়রা বানুর সঙ্গে বিয়ে করেন। ৬৫টির বেশি সিনেমায় অভিনয় করেছিলেন দিলীপ কুমার। দীর্দিন ধরে বলিউডে রাজত্ব করেছেন তিনি। ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমার হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেন দিলীপ কুমার। এরপর মুঘল-এ-আজম (১৯৬০), দেবদাস (১৯৫৫), নয়া দঔর (১৯৫৭), গঙ্গা যমুনা (১৯৬১), ক্রান্তি (১৯৮১), কর্মা (১৯৮৬)-এর মতে সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত কয়েক বছরে বার বার অসুস্থ হয়ে পড়ছিলেন দিলীপ কুমার। এর জেরে বর্ষিয়ান অভিনেতাকে একাধিকবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই আবহে গত ৩০ জুন জলিল পারেকারের তত্বাবধানে মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিত্সায় সাড়া দিচ্ছিলেন বলে জানা গিয়েছিল। স্ত্রী সায়রা বানু কয়েকদিন আগেই জানান যে দিলীপ কুমারের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।