Dilip Ghosh: ‘উনি না ভেবে অনেক কথা বলেন, জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকারক’, মমতাকে আক্রমণ দিলীপের

উনি এই তথ্য কোথা থেকে পেলেন জানিনা। একটা পোর্টাল নিউজ করেছিল। সেটা নিয়ে কেসও হয়েছিল। জানা গিয়েছিল সেটা মিথ্যা। ওরা ক্ষমাও চেয়েছিল। যারা মিথ্যার সঙ্গে থাকতে চায়, তারা এটাই বলবে। তাই এখানে সত্যকে চাপা দেওয়ার জন্য কেরালা স্টোরি বন্ধ করা হয়েছে।  

  

2/5

কথাঞ্জলী বনাম গীতাঞ্জলি

কথাঞ্জলী বনাম গীতাঞ্জলি

আবোলতাবোল কথা আমরা ছোটবেলা থেকেই শুনি। কাউকে গালাগালি দেওয়া, সমালোচনা করা আর মানুষকে বিভ্রান্ত করা। এই তো ওদের কাজ। লোকে বোঝেও না এসব।   

  

3/5

দিল্লী ও কাশ্মীর ফাইল ইস্যুতে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ

দিল্লী ও কাশ্মীর ফাইল ইস্যুতে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ

উনি না ভেবে অনেক কথা বলেন। যেটা জাতীয় সংহতি এবং দেশের পক্ষে ক্ষতিকারক। বাংলার মানুষ হয় এটা নিয়ে ভাবে না, বা তাদের হজম হয়ে গিয়েছে। কে গান্ধীজিকে চা খাইয়েছে, জল খাইয়েছে, এসব উনি বলেই থাকেন। কোনও বিষয়ের উপর একজন মুখ্যমন্ত্রী যদি সিরিয়াসলি না ভেবেই কথাবার্তা বলে দেন, তাহলে সেটা বিপজ্জনক।  

  

4/5

কবিগুরুর জন্মতিথি জানতে চেয়ে সমালোচিত শাহ

কবিগুরুর জন্মতিথি জানতে চেয়ে সমালোচিত শাহ

জানেন না কেন? জন্মতিথিতেই তো এসেছেন। না জানার কি আছে। যারা বুঝতে পারে না, তাদের সমস্যা।

  

5/5

আনন্দ বোস-ব্রাত্য সংঘাতে বারবার শেক্সপিয়র

আনন্দ বোস-ব্রাত্য সংঘাতে বারবার শেক্সপিয়র

ব্রাত্য বসু নাটক করেন। তাই এসব নিয়ে আলোচনা করেন। বাস্তবে তার কাজের কোনও প্রতিফলন নেই। উনি জানেন না, ওনার নিজের দফতরে কি হয়। উদাহরণ দিতে গিয়ে ইতিহাস ঘেঁটে রাজ্যপালের কথা বলেছেন। আমরাও আশা করব, তিনি সেই ধরনের কাজ বাস্তবে করে দেখাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.