শুক্রবার সকালে ইকোপার্কে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
এবার নোটবন্দী নয়, মোদিকে ভোট বন্দী করে দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে: অভিষেক
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এরকম ডায়লগ গত বারও দিয়েছিল। এবারেও এত লোক এসে মমতার হাতে পায়ে ধরছে। বলছে আপনি আসুন, মোদীর বিরুদ্ধে দাঁড়ান। উনি সাহস পাচ্ছেন না। কারণ উনি জানেন, মোদীজি যা করছেন, দেশের স্বার্থে করছেন। সাধারণ মানুষ খুব খুশি ২০০০ টাকার নোট বাতিলে। এই নোট বাজারে দেখা যায়না। কারুর কারুর বাড়িতে দেখা যায়। কোথাও কোথাও লুকানো আছে। এবার সেগুলো বেরোবে। তাই মানুষ খুশি। যাদের ভয় আছে, ইলেকশনের টাকাটা জলে চলে গেল, তারাই প্রতিবাদ করছে’।
অভিষেকের নব জোয়ারে কাল শালবনিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহল কি অভিষেক একা সামলাতে পারছেন না?
দিলীপ ঘোষ বলেন, ‘কতদিন ওকে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াবেন মমতা ব্যানার্জি? ওকে একটু রাস্তায় ছাড়ুন। উনি ওকে পাঠিয়েই বুঝে গিয়েছেন কতটা দম আছে। পুলিস, এনভিএফ, সিভিক পুলিস এইসব দিয়ে ভীড় করাতে হচ্ছে। পার্টির লোক কিছু নেই। কিছু কাটমানি খোর গুন্ডা বদমাইশ আছে। তাও কেউ রাস্তা আটকাচ্ছে, কেউ চোর বলছে। এরকম জননেতা বাড়িতে তৈরি। এদের সমাজে আর কিস্যু হবে না’।