তীব্র গরম। তাপপ্রবাহের সর্তক বার্তা। এই পরিস্থিতিতে সভায় বসে বসে বক্তব্য শোনার ধৈর্য মানুষের নেই, এমনটাই ধারণা বর্ধমান- দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। কিন্তু তাতে তো ভোট প্রচার বন্ধ রাখা যাবে না। সেইসব চিন্তা করেই এক অভিনব পদ্ধতিতে প্রচার করতে শুরু করেছেন দিলীপ ঘোষ ও তার দলের কর্মীরা। পথ চলতি মানুষকে হাত পাখা বিলি করলেন তারা রবিবার।
দিলীপ ঘোষকেও দেখা গেল ঘামতে ঘামতে হাতে প্লাস্টিকের হাত পাখা নাড়তে। পাখা হাতে তার মন্তব্য, টিএমসির হওয়া লু। ওই গরম হাওয়া খাবেন না। পদ্ম ফুলের গন্ধযুক্ত আমাদের পাখার মিষ্টি হাওয়া খান।
রবিবার সকালে বর্ধমান- দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী জিটি রোডের একটি চায়ের দোকানে চা চক্রে যোগ দেন। সমর্থকদের হাত পাখা বিলি করেন। পথ চলতি মানুষের মধ্যে পাখা বিলি করতে করতেই বলেন, দেখুন আজকাল বক্তৃতা কেউ শোনেন না। সবাই সবাইকে জানেন। কিন্তু প্রচারে নতুনত্ব আনতে হবে। চায়ের কাগজের কাপ, গেঞ্জি, টুপির মাধ্যমে প্রচার করা হয়। কিন্তু মানুষের প্রয়োজন আমরা বুঝি। চা খেতে হবে। চা চক্রে বসলে কাপে তাই ছবি দেওয়া থাকে।” কিন্তু পাখা? এই পাখা বিলি নিয়ে দিলীপ ঘোষ বলেন, “দারুন গরম পড়েছে। রাস্তায়, গ্রামের মধ্যে দেখছি মানুষ কষ্ট পাচ্ছেন, তাই হাত পাখা বিলি করা হলো। তাঁর আরো সংযোজন, পদ্ম ফুলের গন্ধযুক্ত আমাদের পাখার মিষ্টি হাওয়া খান।”
বিলি করা হাত পাখায় দিলীপ ঘোষকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তীব্র গরমে পাখা উপহার পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারাও। প্রকৃতির সঙ্গে রাজনীতির দাবদাহ চলছে রাজ্যে। এই পরিস্থিতিকে কে জয় করতে পারে সেটাই এখন দেখার।