ডিজিটাল বিশ্ববিদ্যালয়

কেন্দ্র ২০২২-২৩ অর্থবর্ষের বাজেটে ডিজিটাল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ঘোষণা করে। ছাত্রছাত্রীদের দুয়ারে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেওয়াই এই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য। বিভিন্ন ভারতীয় ভাষায় তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন হবে। হাব – স্পোক মডেল অনুসরণ করে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিশারদরা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার কাজ চালাবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, নিখিল ভারত কারিগরি শিক্ষা পরিষদ এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কেন্দ্রীয় উচ্চ শিক্ষা দপ্তর এ বিষয়ে আলাপ-আলোচনা চালাচ্ছে, যাতে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস শীঘ্রই শুরু করা যাবে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ রাজকুমার রঞ্জন সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.