বিরল অস্ত্রোপচারে বড়সড় সাফল্য পেল ডায়মন্ড হারবার গভর্ণমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। বৃদ্ধার শ্বাসনালীতে আটকে থাকা সেফটি পিন সফলভাবে অস্ত্রোপচার করে বের করলেন চিকিৎসকেরা।
জানা গিয়েছে, ডায়মন্ড হারবার ১ নং ব্লকের কুলেশ্বর গ্রামের বাসিন্দা সাজিদা বিবি জিলিপি খেতে গিয়ে গলায় সেফটিপিন আটকে ফেলেন। তাঁর বয়স ৬৫ বছর প্রথমে তিনি পরিবারের লোকজনকে জানান যে তাঁর গলায় কিছু একটা আটকে গেছে। পরে পরিবারের লোকজন তাকে নিয়ে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে গলার এক্সরে করার পরেই দেখা যায় তার শ্বাসনালীতে একটি সেফটিপিন আটকে রয়েছে।
অস্ত্রোপচার ছাড়া এই পিন বের করা সম্ভব ছিলনা বলে জানা যায়। এর পরেই ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসক ডাক্তার পারমিতা রায়ের তত্ত্বাবধানে সাজিদা বিবির শ্বাসনালীতে আটকে থাকা সেফটিপিন অস্ত্রোপচার করে বের করা হয়। সফল অস্ত্রোপচারের পরে বর্তমানে সুস্থ রয়েছেন সাজিদা বিবি।