দলের ব্যাটিং কোচ মাইকেল হাসির উপর কি ভরসা হারিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি? এ বার আইপিএলে ১০ নম্বরে শেষ করেছে চেন্নাই। এই প্রথম বার শেষে শেষ করেছেন ধোনিরা। এ বছর দলের খারাপ পারফরম্যান্সের জন্য দলের ব্যাটিংকে দায়ী করেছেন ধোনি। পরের বার দলের ব্যাটিং কোচ বদল হতে পারে। সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। জল্পনা শুরু হয়েছে, ‘ভাই’কে বড় দায়িত্ব দিতে পারেন ধোনি।
চেন্নাই সুপার কিংসে দীর্ঘ দিন একসঙ্গে খেলেছেন ধোনি ও সুরেশ রায়না। চেন্নাইয়ের সমর্থকেরা ধোনিকে ‘থালা’ ও রায়নাকে ‘চিন্নাথালা’ বলে ডাকেন। ধোনির পরেই তাঁরা রায়নাকে সবচেয়ে বেশি ভালবাসেন। রায়না এখনও ধোনিকে ডাকার সময় ধোনিভাই বা মাহিভাই সম্বোধন করে থাকেন। ধোনিও রায়নাকে নিজের ভাইয়ের মতো মনে করেন। সেই রায়নাকে হাসির জায়গায় দায়িত্ব দেওয়া হতে পারে। তেমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে।
রবিবার চেন্নাই-গুজরাত ম্যাচের সময় ধারাভাষ্য দিচ্ছিলেন রায়না ও আকাশ চোপড়া। রায়না দাবি করেন, পরে বার নতুন ব্যাটিং কোচ নিয়োগ করতে পারে চেন্নাই। সেই আলোচনা চলছে। আকাশ তখন জিজ্ঞাসা করেন, সেই কোচের নামের শুরু কি ‘এস’ দিয়ে? রায়নার নাম ‘এস’ দিয়ে শুরু বলেই সেই প্রশ্ন করেন আকাশ। জবাবে রায়না বলেন, “যার কথা ভাবা হচ্ছে সে আইপএলে দ্রুততম অর্ধশতরান করেছে।” তা শুনে আকাশ বলেন, “বুঝে গিয়েছি। এখানেই প্রথম আপনারাও সেটা শুনলেন।” উল্লেখ্য, ২০১৪ সালে মাত্র ১৬ বলে অর্ধশতরান করেছিলেন রায়না। চেন্নাইয়ের হয়ে সেটাই কোনও ক্রিকেটারের দ্রুততম শতরান।
রায়না ও আকাশের এই কথোপকথনের পরে চেন্নাইয়ের সমর্থকেরা তা নিয়ে জল্পনা শুরু করেন। সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায় যে রায়না পরের বার চেন্নাইয়ের কোচিং দলে যোগ দিচ্ছেন। চেন্নাই-গুজরাত খেলা শেষে চেন্নাইয়ের বোলিং কোচ শ্রীধরন শ্রীরামকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি অবশ্য কিছু জানাননি। শ্রীরাম বলেন, “আমি জানি না। যদি রায়না এটা বলে থাকে তা হলে ওকেই জিজ্ঞাসা করতে হবে।”
আইপিএলের শুরু থেকে চেন্নাইয়েই খেলেছেন রায়না। মাঝে যে দু’বছর চেন্নাই নির্বাসিত ছিল সেই দু’বছর গুজরাত লায়ন্সে খেলেছিলেন তিনি। ২০২১ সালে চেন্নাইয়েই নিজের আইপিএল কেরিয়ার শেষ করেন তিনি। আইপিএলে মোট ৫৫২৮ রান করেছেন রায়না। তার মধ্যে ৪৮৬৭ রান তিনি করেছেন চেন্নাইয়ের হয়ে। একটি শতরান ও ৩৯টি শতরানও করেছেন তিনি।