চেন্নাই সুপার কিংস বরাবর অভিজ্ঞতাকে দাম দিয়ে এসেছে। আকর্ষক তরুণ ক্রিকেটারদের স্কোয়াডে নিলেও সিএকের প্রধান ক্রিকেটারদের প্রত্যেকেরই আন্তর্জাতিক ক্রিকেট খেলার বিস্তর অভিজ্ঞতা রয়েছে। যদিও ক্রিকেটারদের গড় বয়স বেশি বলে চেন্নাইকে প্রায়শই টিপ্পনি হজম করতে হয়।
বিশেষ করে ২০২০ আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর চেন্নাইকে বুড়োদের দলের তকমা দেওয়া হয়। চলতি আইপিএলে সেই বুড়োরাই অবশ্য চমকে দিচ্ছেন তারুণ্যে ভরা একের পর এক দলকে। ধোনিরা বহুবার প্রমাণ করেছেন, বয়সটা নিছক সংখ্যামাত্র, ফিটনেস ও স্কিলটাই হল আসল। আবু ধাবিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সেটা বোঝা গেল আরও একবার।ট্রেন্ডিং স্টোরিজ
কেকেআরের বিরুদ্ধে যেরকম ফিল্ডিং করেন ধোনি, রায়াড়ু, ডু’প্লেসিরা, তাতে বোঝা মুশকিল যে, তাঁদের প্রত্যকের বয়স ৩৬ পেরিয়ে গিয়েছে।
প্রথমত, ম্যাচের প্রথম ওভারেই গিলকে সরাসরি থ্রোয়ে রান-আউট করেন ৩৬ বছর বয়সী রায়াড়ু। ৪০ বছরের ধোনি যেভাবে রাহুল ত্রিপাঠীর ক্যচ ধরেছিলেন, তা তরুণ বয়সে কোনও উইকেটকিপারও ধরতে পারলে খুশি হতেন। যদিও বলটি নো ঘোষিত হওয়ায় ত্রিপাঠী সে যাত্রায় বেঁচে যান।
তবে সকলকে চমকে দিয়েছেন ডু’প্লেসি। বাউন্ডারি লাইনে ৩৭ বছরের ডু’প্লেসি যেভাবে ইয়ন মর্গ্যানের অবিশ্বাস্য ক্যাচ ধরেন, তা টুর্নামেন্টের অন্যতম সেরা সন্দেহ নেই।