নবমী সন্ধ্যায় ধর্মতলায় ভিন্ন পুজো! অনশনমঞ্চ ঘিরে জনজোয়ার, হাজার হাজার কণ্ঠে ‘আগুনের পরশমণি’

হাজারো কণ্ঠে ‘আগুনের পরশমণি’

নবমীর সন্ধ্যায় জনজোয়ার ধর্মতলায়। ভিড় বাড়ছে। রাস্তায় বসে ‘ভিন্ন পুজো’ উদ্‌যাপন করছেন হাজার হাজার মানুষ। সমবেত স্বরে গাইছেন, ‘আগুনের পরশমণি’।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৮:১৩ key status

অবরুদ্ধ ধর্মতলার একাংশ

দুপুরে পর থেকেই অনশনমঞ্চের সামনে ভিড় বাড়ছিল। বিকেল গড়াতে সেই ভিড় আরও বাড়ে। এত জমায়েতের জেরে কার্যত অবরুদ্ধ ধর্মতলার একাংশ। অনশনমঞ্চের সামনের রাস্তা— ডোরিনা ক্রসিং থেকে কেসি দাস পর্যন্ত পথে বন্ধ গাড়ি চলাচল। সেখানে শুধুই সাধারণ মানুষের ভিড়।

অনশনমঞ্চের সামনের রাস্তা অবরুদ্ধ।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৮:০৮ key status

ধর্মতলায় বাম নেতৃত্ব

ধর্মতলায় পৌঁছেছেন বাম নেতৃত্ব। রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, রামচন্দ্র ডোম, সূর্যকান্ত মিশ্রের। তবে তাঁরা অনশনমঞ্চ থেকে খানিকটা দূরেই আছেন।

ধর্মতলা চত্বরে বাম নেতৃত্ব।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৭:৫৩ key status

জুনিয়র ডাক্তারদের নিশানায় কি সিপিএম?

ধর্মতলার অনশনমঞ্চ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিকিৎসক দেবাশিস হালদার বলেন, ‘‘বেশ কিছু রাজনৈতিক দল বিষয়টা (জুনিয়র ডাক্তারদের আন্দোলন) এমন ভাবে দেখানোর চেষ্টা করছে, যেন এই ডাক তাদের। এটা খুবই দুঃখজনক। আমরা বার বার বলছি দলীয় স্বার্থ এবং পতাকা দূরে রেখে, যে কোনও মানুষ যোগ দিতে পারেন। এই আন্দোলনকে হাইজ্যাক করা চেষ্টা হচ্ছে। অনুরোধ করব তেমন যেন না করা হয়।’’ 

সাংবাদিকদের মুখোমুখি দেবাশিস হালদার।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৭:৩৭ key status

জুনিয়র ডাক্তারদের সমাবেশে কর্মীদের যাওয়ার অনুরোধ বামেদের

‘মহাসমাবেশ’-এ দলীয় কর্মীদের যেতে বলেছে বামফ্রন্ট। ডাক্তারদের ‘মহাসমাবেশ’কে আনুষ্ঠানিক ভাবে সমর্থন করেছে তারা। রাজ্য বামফ্রন্টের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সাধারণ মানুষকে শুক্রবার বিকালে ধর্মতলায় ডাক্তারদের ডাকা সমাবেশে অংশ নিতে অনুরোধ করা হচ্ছে। এ-ও বলা হয়েছে, কোনও রকমের সাংগঠনিক পতাকা নিয়ে যেন কেউ না আসেন। নাগরিক হিসাবেই যেন কর্মসূচিতে অংশ নেন। সূত্রের খবর ইতিমধ্যেই বহু বামকর্মী ট্রেনে বাসে চেপে ধর্মতলায় এসে পৌঁছছেন। অনেকে আসছেন।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৭:২৩ key status

ভিড় বাড়ছে ধর্মতলা চত্বরে

শুক্রবার দুপুরের পর থেকেই ধর্মতলা চত্বরে ভিড় বাড়ছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়াতে মঞ্চে হাজির সিনিয়র ডাক্তারেরা। শুধু তাঁরা নন, সাধারণ মানুষও ভিড় করছেন ধর্মতলা চত্বরে। সমাবেশে যোগ দিতে দূর-দূরান্ত থেকে নাগরিকেরা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন ধর্মতলায়।

অনশনমঞ্চে ভড় সাধারণ মানুষের।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৭:২২ key status

জুনিয়র ডাক্তারদের ‘মহাসমাবেশ’

আন্দোলনের ঝাঁজ বৃদ্ধি করছেন জুনিয়র ডাক্তারেরা। জেনারেল বডি (জিবি) বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের মিলিত মঞ্চ ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট’-এর তরফে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় ধর্মতলার অনশনমঞ্চ সংলগ্ন অঞ্চলে সমাবেশ করবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.