রাজধানী ঢাকার মোহাম্মদপুরে মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের যৌথবাহিনীর (সেনাবাহিনী, পুলিস এবং বিজিবি) গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।
বুধবার রাত ১টার পর ঢাকার মোহাম্মদপুরের বসিলা ৪০ ফিট এলাকায় যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের এই গোলাগুলির ঘটনা ঘটে। জানা গিয়েছে, রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় যৌথবাহিনীর নিয়মিত টহলের সময় হঠাৎ তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়। যৌথবাহিনী পাল্টা গুলি চালালে দুই সন্ত্রাসী নিহত হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার। তিনি জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে বলেন, ঢাকার মোহাম্মদপুরের বসিলায় যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এই বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে পারছি না। গুলিতে দুই সন্ত্রাসী নিহতের কথা জানতে চাইলে তিনি বলেন, তেমন কথা শোনা যাচ্ছে।
এদিকে ঢাকার বসিলা ৪০ ফিট এলাকায় এই গোলাগুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে একাধারে অনেকক্ষণ গুলির শব্দ শোনা যায়। বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটেলিয়ান সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী সেনাবাহিনীর ওপর অতর্কিত গুলি চালায়। তখন সেনাবাহিনীর সদস্যরা পালটা গুলি চালালে দুজন নিহত হয়। এই ঘটনায় সেনাবাহিনীর কেউ আহত হয়নি। নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি। অভিযানে অন্তত পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।