Devdutta Maji, Hindu, ১৩০০ ঘরওয়াপসি, ১৫০০ লাভ জিহাদের শিকার মেয়েদের উদ্ধার, প্রচারের আড়ালে থেকেই হিন্দুদের জন্য কাজ করে চলেছেন দেবদত্ত মাজি

প্রচারের আড়ালে থেকে নিরলস ভাবে প্রতিদিন অসহায় হিন্দুদের জন্য কাজ করে চলেছেন বিজেপি নেতা তথা সমাজসেবী দেবদত্ত মাজি। কখনো লাভ জিহাদের ফাঁদ থেকে অসংখ্য হিন্দু মেয়েদের উদ্ধার। কখনো দরিদ্র হিন্দুদের বস্ত্রদান। নিজের হাতে তৈরি সিংহবাহিনী সংগঠনের কর্মীদের সঙ্গে নিয়ে প্রতিদিন অসহায় হিন্দুদের অভিভাবক হয়ে কাজ করে চলেছেন।

বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও বিশেষত সীমান্তবতী জেলায় প্রায়শই হিন্দুদের উপর অত্যাচারের নানা ঘটনা উঠে আসছে সোশ্যাল মিডিয়া সহ সংবাদ মাধ্যমে। জোর করে ধর্মান্তরের ঘটনা ঘটছে। লাভ জিহাদের আড়ালে হিন্দু মেয়েদের ঠকিয়ে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা হচ্ছে। যার ফলে বহু হিন্দু পরিবার ভেঙে পড়েছে। সেখানে বিজেপি নেতা দেবদত্ত মাজি এবং তাঁর সংগঠন সিংহবাহিনী সাহসের প্রাচীর হয়ে সেই সব অসহায় হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যেই ১,৩০০টিরও বেশি ঘরওয়াপসি অভিযানে তারা সফল হয়েছেন, অর্থাৎ ধর্ম পরিবর্তন করে ফেলার পর আবার তাদের স্বধর্মে ফিরিয়ে আনা হয়েছে। ১,৫০০টিরও বেশি লাভ জিহাদের শিকার মেয়েদের উদ্ধার করেছে সিংহবাহিনী। অনেকেই মনে করছেন এই সব কাজের মাধ্যমে দেবদত্ত মাজি ও তাঁর সংগঠন হিন্দুদের বিশ্বাস, মর্যাদা এবং নিরাপত্তা ফিরিয়ে আনছে। যাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই তাদের পাশে দাঁড়ানোর জন্য রয়েছে দেবদত্ত মাজি ও তাঁর সংগঠন।

তবে কেবল হিন্দুদের রক্ষাই নয়, বস্ত্র দান, ব্লাড ডোনেশন ক্যাম্পে সহায়তা, অসংখ্য গরু পাচার হয়ে যাওয়া থেকে উদ্ধার করেছেন সিংহবাহিনীর কর্মীরা। প্রচারের আড়ালে থেকে একজন প্রকৃত হিন্দু অভিভাবক হিসেবে কাজ করার চেষ্টা করছেন দেবদত্ত মাজি। তাঁর এই প্রচেষ্টায় সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.