কাকদ্বীপে দুষ্কৃতী দ্বারা মা কালীর প্রতিমার মাথা ভেঙ্গে ফেলার প্রতিবাদে কলকাতায় সরব হল বিজেপি তথা সিংহবাহিনী সংগঠনের নেতা দেবদত্ত মাজি। বড়বাজারে টি বোর্ডের সামনে তার নেতৃত্বে পথ অবরোধ হয় বৃহস্পতিবার।
কাকদ্বীপের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন দেবদত্ত মাজি। তাঁর কথায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম তোষণের কারণেই আজ জেহাদীরা এই কাজ করার সাহস পেয়েছে। তিনি রাজ্যের পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁর অভিযোগ, কাকদ্বীপে মূর্তি ভাঙ্গার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। একই সঙ্গে তার অভিযোগ, ধামাচাপা দিতে গিয়ে রাজ্যের পুলিশ মা কালীর ভাঙ্গা মূর্তিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। যে প্রিজন ভ্যানে আসামীদের নিয়ে যাওয়া হয়, সেই ভ্যানেই মা কালীর মূর্তি তুলে নিয়ে গিয়ে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে।
তাই এই ঘটনার প্রতিবাদে বিজেপি নেতা দেবদত্ত মাজির নেতৃত্বে পথে নামে দলীয় কর্মী সমর্থকরা। পোড়ানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল। বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে রাখা হয়। কর্মসূচির সময় পুলিশের সঙ্গে বচসাতেও জড়াতে দেখা যায় দেবদত্ত মাজিকে।

