লালবাজারের (Lalbazar) কাছে একটি পুরনো বহুতলে (building) বিধ্বংসী অগ্নিকাণ্ড (fire)! ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে জোর আতঙ্ক ছড়াল ডালহৌসি চত্বরে। দীর্ঘক্ষণের চেষ্টায় শনিবার প্রায় মাঝরাতে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারে দমকল।
সূত্রের খবর, শনিবার রাত ১০:০৫ মিনিট নাগাদ লালবাজারের কাছে ১৯, আরএন মুখার্জি রোডের একটি বহুতলে আগুন লাগে।
জানা যায়, বহুতলটির তিনতলায় একটি অফিসে এই আগুন লেগেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে দমকলের ছ’টি ইঞ্জিন সেখানে পৌঁছয়। শুরু হয় আগুন নেভানোর কাজ।
দমকল সূত্রে খবর, যেহেতু পুরনো দিনের বহুতল, তাই আগুন লেগেছে যেখানে সেই মূল জায়গায় পৌঁছতে বেশ বেগ পেতে হয়েছে। দীর্ঘক্ষণ পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কোথাও পকেট ফায়ার রয়েছে কিনা, মাঝরাতে সেটাও খতিয়ে দেখেছে দমকল কর্মীরা।
উল্লেখ্য, শনিবার রাতে যে অফিসটিতে আগুন লেগেছে সেটি কীসের, তা জানা যায়নি। আগুন লাগার কারণ এখনও জানা না গেলেও, প্রাথমিক ধারণা, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি এখনও পর্যন্ত। গোটা বিষয়টির তদন্ত শুরু হয়েছে।