ডেঙ্গুর থাবা দিল্লিতে, রাজধানীতে আক্রান্ত দেড় হাজার, আরও ৫জনের মৃত্যু

দিল্লিতে ভয়াবহ ডেঙ্গুর থাবা। দিল্লি মিউনিসিপ্য়াল কর্পোরেশনের সাপ্তাহিক স্বাস্থ্য বুলেটিন অনুসারে দিল্লিতে মশাবাহিত রোগে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত চলতি বছরে মশাবাহিত রোগে দিল্লিতে মৃত্যু হয়েছে ৬জনের। ২০১৭ সালে ১০জনের মৃত্য়ু হয়েছিল দিল্লিতে। গত বছর মৃত্য়ুর সংখ্যা ছিল ১জন, ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ২জনের ও ২০১৮ সালে মৃত্য়ু হয়েছিল চারজনের। তবে ২০১৫ সালে পরিস্থিতি ছিল একেবারে ভয়াবহ। সেবার দিল্লিতে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৬০জনের।

কর্পোরেশনের এক আধিকারিক জানিয়েছেন, জুলাই থেকে অক্টোবরের মধ্যে এই ৬জনের মৃত্যু হয়েছে। এই সময় সবথেকে বেশি ডেঙ্গু হয়। এবারও অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মানুষের এনিয়ে সতর্ক থাকা দরকার। এদিকে চলতি সপ্তাহে ৫৩১জন নতুন করে আক্রান্ত হয়েছেন। চলতি বছরে রাজধানীতে মোট ১ হাজার ৫৩৭জন আক্রান্ত হয়েছেন। গতবছর দিল্লিতে মোট ১ হাজার ৭২জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এরপর অক্টোবর মাসে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৩৪৬জন। ট্রেন্ডিং স্টোরিজ

তবে মিউনিসিপ্যাল কর্পোরেশন সূত্রে খবর, শুধু ডেঙ্গু নয়, ম্যালেরিয়া, চিকনগুনিয়ার মতো মশাবাহিত রোগও ছড়িয়েছে রাজধানীর বুকে। নতুন করে আক্রান্তের সন্ধান মিললে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলি বলা হয়েছে তারা যেন দ্রুত সরকারকে এব্যাপারে অবহিত করে। পাশাপাশি জ্বরে আক্রান্ত কতজন আসছেন, বেডের সংখ্যা কত রয়েছে, ডেঙ্গু রোগীদের জন্য কতগুলি বেড বরাদ্দ রয়েছে এসব সরকারকে জানানোর জন্য বলা হয়েছে। এতে ডেঙ্গুর পরিস্থিতি, রোগীদের জন্য আরও বেড লাগবে কি না তা বোঝা সম্ভব হবে। জানিয়েছেন দিল্লি সরকারের বিশেষ সেলের প্রধান ডঃ বিএস চরণ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.