পুরভোটে রাজ্যজুড়ে হিসার খবরে উদ্বিগ্ন রাজ্যপাল তলব করলেন রাজ্য নির্বাচন কমিশনারকে। সোমবার সকাল ১০টায় রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে হাজির হতে নির্দেশ দিয়েছেন তিনি।
রবিবার বিকেলে রাজভবন থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার সকাল ১০টায় রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে দেখা করতে বলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। হিংসা ও অরাজকতার খবরে ও প্রশাসনের নির্লিপ্ততায় তিনি উদ্বিগ্ন। শান্তিপূর্ণ ভোট করাতে ব্যর্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন।ট্রেন্ডিং স্টোরিজ
সঙ্গে জানানো হয়েছে, ২৭ ফেব্রুয়ারি গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে সেব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে জানতে চাইবেন তিনি।