রাজধানী দিল্লি এবং সমগ্র উত্তর-পশ্চিম ভারত তীব্র ঠান্ডার কবলে পড়েছে। শীতের দাপট যেন শেষ হচ্ছে না। ঘন কুয়াশার চাদরে মোড়ানো রাজধানীর সকাল। দৃশ্যমানতাও কম ছিল। ভারতের আবহাওয়া দফতরের মতে, রবিবার সকালে দিল্লির সাফদারজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১.৯, আয়ানগর ২.৬, লোধি রোড ২.৮ এবং পালাম ৫.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের মতে, রবিবার সকালে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশার ছেয়ে গেছে। পঞ্জাবের অমৃতসর, পাতিয়ালা এবং হরিয়ানার আম্বালায় সকাল ৫.৩০ মিনিটে দৃশ্যমানতা ২৫ মিটার, রাজস্থানের গঙ্গানগর ২৫, পঞ্জাবের ভাটিন্ডা ০, দিল্লির সফদারজং এবং পালাম ৫০ মিটার, উত্তর প্রদেশের বেরেলি ২৫।
ঘন কুয়াশার প্রভাব পড়েছে সড়ক, রেল ও বিমান চলাচল। উত্তর রেলওয়ে জানিয়েছে, কুয়াশার কারণে ৪২টি ট্রেন দেরিতে চলছে। খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে প্রায় ২০টি ফ্লাইট দেরিতে চলছে।